Monday, November 3, 2025

কর্মসংস্থানের লক্ষ্যে উত্তরবঙ্গে ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়, ঘোষণা শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

শিক্ষার প্রসারে ফের এক অভিনব উদ্যোগ রাজ্য সরকারের। উত্তরবঙ্গে (NorthBengal) ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়ের (Management University) কথা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মঙ্গলবার বিধানসভায় (Assembly) প্রশ্নোত্তর পর্বে তিনি এই কথা জানিয়েছেন বলে জানা যাচ্ছে। শিক্ষামন্ত্রী (Education Minister) জানিয়েছেন এই বিষয়ে আনুমানিক খরচ হবে প্রায় ৬৩ কোটি ৬৫ লক্ষ টাকা। রাজ্য সরকার (Government of West Bengal)নিজেই এই বিশ্ববিদ্যালয় তৈরি করছে বলে জানান ব্রাত্য বসু (Bratya Basu)।

কর্মসংস্থানের লক্ষ্যে উত্তরবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য এবার ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয় (Management University) তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ব্রাত্য বসু জানান মুখ্যমন্ত্রী (CM) নিজে এই বিষয়ে উদ্যোগী হয়েছেন। কম্পিউটার সাইন্স (Computer Science), হোটেল ম্যানেজমেন্ট , নার্সিং বিমান সেবিকার কোর্স এবং পর্যটন বিষয়েও শিক্ষা দেওয়া হবে এই বিশ্ববিদ্যালয়ে। মঙ্গলবার বিধানসভায় বিধায়ক শঙ্কর ঘোষ প্রশ্নোত্তর পর্বে এই প্রসঙ্গ উত্থাপন করলে মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের বিষয়টি খোলসা করে সকলকে জানিয়ে দেন। এখানেই শেষ নয়, ব্রাত্য বসু জানান এই সরকার সংস্কৃত ভাষার চর্চার দিকেও যথেষ্ট জোর দিয়েছে। পাশাপাশি অন্যান্য ভাষার প্রতিও শ্রদ্ধাশীল রাজ্য সরকার তাই গবেষণার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে ব্রাত্য বসু (Bratya Basu) জানান আপাতত মহিষাদল রাজ কলেজে অস্থায়ীভাবে ক্লাস শুরু হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বিধি এখনও তৈরি হয়নি। প্রায় ১৭৬ কোটি ৫৬ লক্ষ ২২ হাজার ৫০০ টাকা ব্যয় হবে এই বিশ্ববিদ্যালয় তৈরিতে। বিধায়ক মনোজ কুমার ওরাও এর পড়ুয়া শিক্ষক অনুপাতের সামঞ্জস্য প্রসঙ্গেও নিজের বক্তব্য স্পষ্ট করেন ব্রাত্য বসু। তিনি জানেন শিক্ষক এবং পড়ুয়াদের মধ্যে যাতে সামঞ্জস্য থাকে সেই অনুপাতের দিকে সজাগ দৃষ্টি রাজ্য সরকারের।

 

spot_img

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...