Saturday, August 23, 2025

পায়ের তলায় জমি নেই: ডিসেম্বর ইস্যুতে শুভেন্দুর ‘ডিগবাজি’কে তীব্র কটাক্ষ কুণালের

Date:

পায়ের তলায় মাটি নেই, আর সেকারণেই পিছু হটছে শুভেন্দু (Suvendu Adhikari)। দিনকয়েক আগেই বলেছিলেন ডিসেম্বরে সরকার পড়ে যাবে। আর এখন বলছে আমরা ভোটে জিতে সরকার গড়ব। এমন ভাবভঙ্গি যেন সামনেই ভোট। বুধবার সাংবাদিক বৈঠক করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

এদিন কুণালের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী, জাতীয় নির্বাচন কমিশন, ৮ দফায় ভোটগ্রহণ সবকিছু করেও লাভের লাভ কিছুই হয়নি। নির্বাচনে (Election) ভরাডুবি হয়েছে বিজেপির (BJP)। তাহলে ভোটে জিতে সরকার গড়ার কথা এখানে আসছে কীভাবে? এরপরই বিজেপির অন্তর্দ্বন্দ্বের প্রসঙ্গ টেনে এনে কুণালের অভিযোগ, শুভেন্দুর কথা তো সুকান্ত সাপোর্ট করে না। সুকান্ত বিজেপি একদিকে চলে, দিলীপ বিজেপি অপরদিকে চলে আর শুভেন্দু তাঁদের মাঝে থেকে প্রচার পাওয়ার চেষ্টা করে। ভোটে জিতে সরকার কথার মানে কী? ভোটে জিতেই তো সরকার হয়েছে। পাশাপাশি এদিন বিরোধী দলনেতা প্রসঙ্গে কুণাল বলেন, এর আগে অনেকে বলছিলেন শুভেন্দু বলছে মহারাষ্ট্রের পর এবার বিজেপি বাংলার ক্ষমতা দখল করবে। মহারাষ্ট্রে (Maharashtra) কী হয়েছিল তা সবাই জানে। পায়ের তলায় মাটি নেই শুভেন্দুর। তাই ক্রমশ পিছু হটছে। বিজেপির সমর্থকরাই ওকে মানেনা। শুভেন্দু নন্দীগ্রামের চোরাবালির উপর দাঁড়িয়ে আছে বলেও মন্তব্য করেন কুণাল। এরপর শুভেন্দুকে উদ্দেশ্য করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন “আগে ঘর সামলা। পরে ভাববি বাংলা”।

পাশাপাশি এদিন রাজ্যপালের শপথগ্রহণ অনুষ্ঠানে শুভেন্দুর অনুপস্থিতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুণাল ঘোষ বলেন, এসব শুভেন্দু অধিকারীর নাটক। রাজ্যপালের শপথ, তার সঙ্গে ডান দিক, বাম দিক বসার জায়গার প্রসঙ্গ আসে কী করে? এরপরই কুণাল বলেন, ওর কোথায় বসার ইচ্ছে ছিল? রাজ্যপালের চেয়ারে? এরপর শুভেন্দুকে ‘মানসিক রোগী’ বলে কটাক্ষ করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। পাশাপাশি শুভেন্দুকে চোর, দলবদলু, ব্ল্যাকমেলার বলে কটাক্ষ করে কুণালের অভিযোগ, ও তৃণমূল কংগ্রেস থেকে সাংসদ, বিধায়ক, মন্ত্রী সবকিছুই হয়েছে। শুভেন্দু ও তাঁর পরিবার তৃণমূল থেকে সমস্তরকম সুযোগসুবিধা নিয়েছে। তারপর সিবিআই, ইডির হাত থেকে বাঁচতে বিজেপিতে গেছে।

এছাড়া শুভেন্দু কত বড় চোর, মিথ্যাবাদী, সারদা থেকে কত কোটি টাকা নিয়েছে, নারদায় ক্যামেরার সামনে চুরি তাঁর বিস্তারিত ইতিহাস রাজ্যপাল (West Bengal Governor) যথাসময়ে পেয়ে যাবেন বলেও মন্তব্য করেন কুণাল।

Related articles

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...
Exit mobile version