Tuesday, November 4, 2025

ইলিশপ্রিয় বাঙালির জন্য সুখবর! বিধানসভায় নয়া উদ্যোগের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

ইলিশপ্রিয় বাঙালি। ঝালে, ঝোলে, অম্বলে এক টুকরো ইলিশ হলে ভাতের পাতে আর কিছু চাই না। কিন্তু এই ইলিশ মাছের জন্য বাংলাদেশের উপর কিছুটা নির্ভর করতেই হয় এপার বাংলার মানুষদের। এবার রুপালি শস্যর জন্য বাংলাদেশের (Bangladesh) উপর নির্ভরতা কমাতে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। বৃহস্পতিবার, বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) জানিয়েছেন, এ রাজ্যেই ইলিশ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। ডায়মন্ড হারবারে ইলিশ নিয়ে গবেষণা কেন্দ্র তৈরি করা হয়েছে। সেখানে প্রতিনিয়ত ইলিশের গতিবিধি নিয়ে গবেষণা চলছে। আগামী দিনে ইলিশের উৎপাদনে রাজ্য স্বনির্ভর হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ইলিশের জোগান বাড়াতে ইতিমধ্যেই খোকা ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু তা স্বত্বেও ছোট ইলিশ ধরা বন্ধ করা যাচ্ছে না। এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শুধু আইন করে খোকা ইলিশ ধরা বন্ধ করা যাবে না। মানুষকে বিষয়টি নিয়ে সচেতন করতে হবে।

রাজ্যে মাছ চাষের উপযুক্ত বহু জলাশয় রয়েছে। ওই সব পুকুর জলাশয়ে মাছ চাষ শুরু করার জন্য মমতা স্বনির্ভর গোষ্ঠী বা পাড়ার ক্লাবগুলিকে দায়িত্ব দেওয়ার জন্য বলেন। এবিষয়ে মৎস্যমন্ত্রীকে নির্দেশ দেন তিনি। এতে কর্মসংস্থানের পাশাপাশি বাজারে মাছের জোগানও বাড়ানো সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version