Thursday, November 13, 2025

মোদি-মমতা সাক্ষাৎ: ৫ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, ডিসেম্বরে মেঘালয়ে সফরও

Date:

৫ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বৃহস্পতিবার বিধানসভায় একথা জানান স্বয়ং মুখ্যমন্ত্রী। বলেন, ‘‘৫ তারিখ দিল্লি যাব প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে যাচ্ছি না।’’

২০২৩ সালের সেপ্টেম্বরে (September) জি-২০ সম্মেলন আয়োজিত হবে ভারতে। উপস্থিত থাকবেন অন্যান্য দেশের শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, সেই প্রস্তুতি সভাতেই তৃণমূলের চেয়ারপার্সন হিসেবে যোগ দেবেন মমতা। জি-২০ সম্মেলনের প্রস্তুতি সংক্রান্ত চারটি বৈঠক এ রাজ্যেই হওয়ার সম্ভাবনা। এ ছাড়া জি-২০ সংক্রান্ত মূল পর্যায়ের অনুষ্ঠানগুলির একটি উত্তরবঙ্গের শিলিগুড়ি-দার্জিলিংয়ে হওয়ার কথা।

মুখ্যমন্ত্রীর এবারের দিল্লি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে আলাদা বৈঠকের সম্ভাবনাও রয়েছে। যদিও বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এ বিষয়ে কোনও কথা হয়নি তাঁর। বরং সময় পেলে তিনি রাজস্থানের অজমের শরিফ এবং পুষ্করে যেতে পারেন বলে জানান মুখ্যমন্ত্রী। রেলমন্ত্রী থাকাকালীন ওই দুই জায়গাতেই রেলপথ তৈরি করান তিনি। এদিন মমতা বলেন, অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছে ছিল। এ বার সময় হলে ওই দুটি জায়গায় যেতে পারেন তিনি।

ওই সফর থেকে ফিরে মেঘালয় যাবেন মুখ্যমন্ত্রী। ১২ ডিসেম্বের শিলং পৌঁছবেন। ফিরবেন ১৪ ডিসেম্বর। তিনদিনের সফরে জনসভার পাশাপাশি কর্মিসভাও করার কথা রয়েছে তৃণমূল সুপ্রিমোর। এ ছাড়া সেখানে সাংবাদিক বৈঠক করতে পারেন তিনি।

বছরের শেষে ২৮-২৯ ডিসেম্বর হিঙ্গলগঞ্জ যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version