Monday, May 5, 2025

মোদি-মমতা সাক্ষাৎ: ৫ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, ডিসেম্বরে মেঘালয়ে সফরও

Date:

৫ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বৃহস্পতিবার বিধানসভায় একথা জানান স্বয়ং মুখ্যমন্ত্রী। বলেন, ‘‘৫ তারিখ দিল্লি যাব প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে যাচ্ছি না।’’

২০২৩ সালের সেপ্টেম্বরে (September) জি-২০ সম্মেলন আয়োজিত হবে ভারতে। উপস্থিত থাকবেন অন্যান্য দেশের শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, সেই প্রস্তুতি সভাতেই তৃণমূলের চেয়ারপার্সন হিসেবে যোগ দেবেন মমতা। জি-২০ সম্মেলনের প্রস্তুতি সংক্রান্ত চারটি বৈঠক এ রাজ্যেই হওয়ার সম্ভাবনা। এ ছাড়া জি-২০ সংক্রান্ত মূল পর্যায়ের অনুষ্ঠানগুলির একটি উত্তরবঙ্গের শিলিগুড়ি-দার্জিলিংয়ে হওয়ার কথা।

মুখ্যমন্ত্রীর এবারের দিল্লি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে আলাদা বৈঠকের সম্ভাবনাও রয়েছে। যদিও বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এ বিষয়ে কোনও কথা হয়নি তাঁর। বরং সময় পেলে তিনি রাজস্থানের অজমের শরিফ এবং পুষ্করে যেতে পারেন বলে জানান মুখ্যমন্ত্রী। রেলমন্ত্রী থাকাকালীন ওই দুই জায়গাতেই রেলপথ তৈরি করান তিনি। এদিন মমতা বলেন, অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছে ছিল। এ বার সময় হলে ওই দুটি জায়গায় যেতে পারেন তিনি।

ওই সফর থেকে ফিরে মেঘালয় যাবেন মুখ্যমন্ত্রী। ১২ ডিসেম্বের শিলং পৌঁছবেন। ফিরবেন ১৪ ডিসেম্বর। তিনদিনের সফরে জনসভার পাশাপাশি কর্মিসভাও করার কথা রয়েছে তৃণমূল সুপ্রিমোর। এ ছাড়া সেখানে সাংবাদিক বৈঠক করতে পারেন তিনি।

বছরের শেষে ২৮-২৯ ডিসেম্বর হিঙ্গলগঞ্জ যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Related articles

বিজেপির হিন্দুত্বের মুখোশ খুলে গেছে : জয়প্রকাশ

দিঘায় জগন্নাথ মন্দির নিয়ে নোংরা রাজনীতি শুরু করেছে বিজেপি। অহেতুক কুৎসা রটনা যেন সহজাত হয়ে দাঁড়িয়েছে পদ্ম শিবিরের।...

বিজেপিশাসিত রাজ্যে বাংলায় কথা বলে আক্রান্ত পরিযায়ী শ্রমিকরা! কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ডবল ইঞ্জিনের রাজ্যে গিয়ে আক্রান্ত হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিজেপি(BJP) শাসিত রাজ্যগুলির...

দেশ চালাচ্ছেন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার! সাম্প্রদায়িক অশান্তি না করে সীমান্ত রক্ষায় মন দিন: মমতা

অ্যাক্টিং প্রাইম মিনিস্টার দেশ চালাচ্ছেন- মুর্শিদাবাদ পৌঁছে নাম না করে অমিত শাহকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।...

পাকিস্তানকে জলবন্ধের প্রথম হুঁশিয়ারি! সাময়িক বন্ধ চেনাবের জল

সিন্ধু জলচুক্তি ভারত একপাক্ষিকভাবে বাতিল করলে জল পাবে না পাকিস্তান। পহেলগাম হামলা পরবর্তীতে সেরকমই হুঁশিয়ারি দিয়েছিল কেন্দ্রের মোদি...
Exit mobile version