North 24 Parganas: নৈহাটিতে বিজেপির পুরসভা অভিযান ঘিরে ধুন্ধুমার !

ডেঙ্গি নিয়ে একদিকে প্রয়োজনীয় পদক্ষেপ করছে রাজ্য সরকার। পরিস্থিতির সামাল দিতে জরুরি বৈঠকও করেছেন মুখ্যসচিব থেকে শুরু করে মুখ্যমন্ত্রী (CM)স্বয়ং। তারপরেও বারবার ডেঙ্গি বিরোধী অভিযানের নামে বিশৃংখলা তৈরি চেষ্টা করছে বিজেপি।

ডেঙ্গি (Dengue) বিরোধী অভিযানের নামে তুলকালাম কান্ড বিজেপির (BJP)। নৈহাটিতে(Naihati) বিজেপির পুরসভা অভিযান (Municipal campaign) ঘিরে কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। নৈহাটি পুরসভার (Naihati municipality) সামনে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা ভারতীয় জনতা পার্টির (BJP)। বিজেপি কর্মীরা তাঁদের উপরে হামলার অভিযোগ করলেও সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে বলে জানিয়েছে তৃণমূল । এক বিজেপি মহিলা কর্মী এই ঘটনার জেরে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

ডেঙ্গি নিয়ে একদিকে প্রয়োজনীয় পদক্ষেপ করছে রাজ্য সরকার। পরিস্থিতির সামাল দিতে জরুরি বৈঠকও করেছেন মুখ্যসচিব থেকে শুরু করে মুখ্যমন্ত্রী (CM)স্বয়ং। তারপরেও বারবার ডেঙ্গি বিরোধী অভিযানের নামে বিশৃংখলা তৈরি চেষ্টা করছে বিজেপি। নৈহাটিতেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। বিজেপির পুরসভা অভিযানে এবার ঝরল রক্ত। বিজেপির মহিলা কর্মীদের উপর তৃণমূল কংগ্রেস হামলা করেছে বলে গেরুয়া শিবির অভিযোগ করলেও, সাধারণ মানুষ জবাব দিয়েছেন বলেই পাল্টা দাবি ঘাসফুলের।

 

Previous articleবিধানসভায় মমতা-শুভেন্দু সৌজন্য সাক্ষাৎ, মায়ের মতো আচরণ মুখ্যমন্ত্রীর: কুণাল
Next article“অরণ্যদেব ভেবে দল তুলে দেওয়ার হুমকি দিলে রসগোল্লা খাওয়াব না!” কুণালের নিশনায় কে?