কোথাও বেপরোয়া গাড়ি চালানো (Reckless driving) কোথাও আবার রাস্তার বেহাল দশা, সবমিলিয়ে ভোগান্তি আর হয়রানির শিকার সাধারণ মানুষ। জাতীয় সড়কে (National Highway) দুর্ঘটনা, রাজ্যে ফের বেপরোয়া গতির বলি ১। ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুড়িয়া (jamuriya, Asansol) এলাকায়। সূত্রের খবর ভোর সাড়ে ৫টা নাগাদ ২ নম্বর জাতীয় সড়কে (NH 2)দুর্ঘটনা ঘটে। দুর্গাপুরের দিকে যাওয়ার পথে, নিয়ন্ত্রণ হারিয়ে পাথর বোঝাই লরি উল্টে যায়। লরির চাকায় পিষ্ট হয়ে মৃ*ত্যু হয় ধর্মেন্দ্র রাম (Dharmendra Ram) নামে এক বাইক আরোহীর। পেশায় তিনি ক্যারাটে প্রশিক্ষক। লরির চালক ও খালাসি পলাতক।

খারাপ রাস্তার কারণেই বারবার দুর্ঘটনার মুখে পড়তে হচ্ছে গাড়ির চালকসহ পথচারীদের। এই অভিযোগ তুলে ঘোলার মুড়াগাছায় কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ করেন স্থানীয়রা। সকাল সাড়ে ৭টা থেকে পথ অবরোধ শুরু হয়। অবরোধের জেরে কল্যাণী এক্সপ্রেসওয়েতে যানজট। ঘটনাস্থলে ঘোলা থানার পুলিশ।