Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

১) বিশ্বকাপের প্রথম ম‍্যাচে সার্বিয়ার সঙ্গে দুরন্ত জয়ের পরই বড় ধাক্কা ব্রাজিল শিবিরে। দ্বিতীয় ম‍্যাচ অর্থাৎ সুইজারল্যান্ড ম‍্যাচ থেকে ছিটকে গেলেন নেইমার জুনিয়র। এমনটাই খবর বিদেশি সংবাদসংস্থা গুলোর।

২) আইএসএল-এর পরবর্তী ম‍্যাচে নামছে এটিকে মোহনবাগান। বাগানের মুখোমুখি হায়দরাবাদ এফসি। এফসি গোয়ার বিরুদ্ধে লজ্জার হার ভুলে শনিবার ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নামছে মোহনবাগান।

৩) ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম‍্যাচে হার ভারতের। এদিন কিউয়িদের কাছে ৭ উইকেটে হারল শিখর ধাওয়ানের দল। রানের পাহাড় করেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব‍্যর্থ হল টিম ইন্ডিয়া।

৪) ইংল‍্যান্ডকে রুখে দিল আমেরিকা। বিশ্বকাপের  ম‍্যাচে ওয়েলসকে ২-০ গোলে হারিয়ে দিল ইরান। শেষ মূহুর্তের নাটকীয় জোড়া গোলে বেলদের হারিয়ে দিল ইরান।

৫) প্রথম ম‍্যাচে জয়ে সন্তুষ্ট নন রিচার্লিসন। ম‍্যাচ শেষে নিজেই জানালেন সেকথা। ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে রিচার্লিসন বলেন,” আমাদের কোচ তিতে বলেন, গোলের গন্ধ পেতে হয়। সেটাই পাচ্ছি আমরা।

আরও পড়ুন:FIFA WC 2022 : মধ্যরাতে গোলশূন্য ম্যাচ, তবু মাঠে দাপট দেখাল যুক্তরাষ্ট্র

 

 

 

Previous articleFIFA WC 2022 : মধ্যরাতে গোলশূন্য ম্যাচ, তবু মাঠে দাপট দেখাল যুক্তরাষ্ট্র
Next articleসুপ্রিম কোর্টে সংবিধান দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি