Thursday, May 8, 2025

পরকীয়ায় খাটবে না প্রতিশ্রুতি দিয়ে সহবাসের যুক্তি ! রায় কেরল হাইকোর্টের

Date:

বিবাহিত মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার ঘটনা বারবারই সংবাদের শিরোনামে উঠে আসে। কিন্তু এবার এই সংক্রান্ত এক মামলায় নতুন নতুন কেরল হাইকোর্টের। পরকীয়া (Extra marital affair) সম্পর্কে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক (physical relation)কখনই ধ*র্ষণের নামান্তর হতে পারে না। তাই যৌ*ন সম্পর্ক হলে তাকে ধ*র্ষণ দিয়ে কোনও অভিযোগ করা যাবে না স্পষ্ট জানাল কেরল হাইকোর্ট (Kerala High court)।

২০১৮ সালের একটি মামলার রায় ঘোষনায় এই পর্যবেক্ষণ হাইকোর্টের। কেরলের কোল্লাম (Kollam) জেলার এক ব্যক্তির বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধ*র্ষণের অভিযোগ করেছিলেন এক বিবাহিত মহিলা।পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি এক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেশে এবং বিদেশেও বেশ কয়েকবার তাঁর সঙ্গে যৌ*ন সম্পর্ক করেছিলেন। ওই ব্যক্তির সঙ্গে যখন সম্পর্ক তৈরি হয় তখন ওই মহিলা বিবাহিত ছিলেন বটে কিন্তু স্বামীর সঙ্গে কোনও সম্পর্ক ছিল না। পাশাপাশি বিবাহ বিচ্ছেদেরও আবেদন করেছিলেন তিনি। মহিলার দাবি, অভিযুক্ত ব্যক্তি তাঁকে বারবার বিয়ের প্রতিশ্রুতি দেওয়াতেই তিনি যৌ*ন সম্পর্কে সম্মতি জানিয়েছিলেন। ২৪ নভেম্বর বৃহস্পতিবার মামলাটি হাইকোর্টে উঠলে তা খারিজ করে দেয় আদালত। বিচারপতি কওসর এদাপ্পাগথের (Kausar Edappagath) সিঙ্গেল বেঞ্চ জানায়,আবেদনকারীর বিশদ বিবৃতি থেকে বোঝা যাচ্ছে, যৌ*ন সম্পর্কে দুই পক্ষেরই সম্মতি ছিল। যখন কোনও বিবাহিত মহিলা স্বেচ্ছায় কোনও পুরুষের সঙ্গে যৌ*ন সম্পর্ক স্থাপন করেন, তখন তিনি এটা জেনেই এগোন যে, ওই ব্যক্তির সঙ্গে আইনত বিয়ে করা তাঁর পক্ষে সম্ভব নয়। এরপর তিনি বলতে পারেন না যে তাদের যৌ*ন সম্পর্ক বৈধ বিবাহের আইনি বিশ্বাসের ভিত্তিতে ছিল । অতএব মামলাটি কোনভাবেই ধোপে টেকে না। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারার অধীনে ধ*র্ষণের অভিযোগ আনা যায় না বলে জানিয়েছে হাইকোর্ট।

 

Related articles

রিপোর্টে ‘জল মেশান’ বঙ্গ বিজেপি নেতৃত্ব! তীব্র কটাক্ষ বনসলের, বৈঠকে ডাক না পেলেও ইডেনে দিলীপ 

বাংলার রিপোর্ট দেখেছি ঝকঝকে হয়। আর কোনও রাজ্যের এত ভাল রিপোর্ট নয়। কিন্তু কাজের সময় দেখেছি সাংগঠনিক রিপোর্টে...

বোলিং ব্যর্থতায় ঘরের মাঠেই আশা শেষ নাইট রাইডার্সের

ডেওয়াল্ড ব্রেভিস(Dewald Brevis) এবং শিবম দুবের ইনিংসটাই যেন সব শেষ করে দিল। ৬০ রানে ৫ উইকেট থেকে নাইট...

ইডেনে কেকেআর বনাম সিএসকে ম্যাচ চলাকালীন বোমা মারার হুমকি!

বোমা মেরে ইডেন(Eden) ওড়ানোর হুমকি। কলকাতা নাইট রাইডার্স(KKR) বনাম চেন্নাই সুপার কিংস(CSK) ম্যাচের আগে হঠাত্ই সিএবের(CAB) ইমেল আইডিতে...

যুদ্ধ পরিস্থিতির আবহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে সক্রিয় রাজ্য! নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

দেশজুড়ে সম্ভাব্য যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতির আবহে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন নাগালের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে...
Exit mobile version