Monday, November 10, 2025

রোটারি ক্লাব অফ কসবার উদ্যোগে অনুষ্ঠিত হল সোশ্যাল ইমপ্যাক্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড

Date:

কলকাতা প্রেস ক্লাবে (Kolkata Press Club) অনুষ্ঠিত হল সোশ্যাল ইমপ্যাক্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড (Social Impact Excellence Award)। গত ২৫ নভেম্বর অনুষ্ঠান থেকে ৩ ওভারের ক্রিকেট টুর্নামেন্ট অর্থাৎ T3-এর ঘোষণা করা হয়। রোটারি ক্লাব অফ কসবার (Rotary Club of Kasba) সভাপতি আশিস বসাকের পরিকল্পনায় এদিনের অনুষ্ঠান এক আলাদা মাত্রা পায়।

অন্যদিকে, রবিবার থেকেই কলকাতার টাকি বয়েজ স্কুলে এই ৩ ওভারের টুর্নামেন্টের সূচনা হয়। চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত। টাকি বয়েজ স্কুলের (Taki Boys School) মোট ২৪০ প্রাক্তনী এই টুর্নামেন্টে অংশ নেবেন। এমনটাই জানিয়েছেন টুর্নামেন্টের ডিরেক্টর বিশিষ্ট চিকিৎসক অশোক রায়। গত শুক্রবার প্রেস ক্লাবের অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের প্রখ্যাত অভিনেত্রী ও সুপারস্টার দেবিকা মুখার্জি (Debika Mukherjee)। যিনি T3 ক্রিকেট টুর্নামেন্টের (Cricket Tournament) প্রধান মুখও বটে।

এদিনের অনুষ্ঠানে কসবার রোটারি ক্লাবের পক্ষ থেকে বিশেষ শিশুদের হাতে সোশ্যাল ইমপ্যাক্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। তবে এদিন শুধু পুরস্কার বিতরণীই নয়, এদিন কলকাতা প্রেস ক্লাবে আশিস বসাকের বই “ব্যাক টু বেসিক্স”-এর আনুষ্ঠানিক প্রকাশ হয়। এই বইতে জায়গা পেয়েছে ব্যক্তিত্বের বিকাশের অনুপ্রেরণা, শারীরিক ভাষা ইত্যাদি একাধিক গুরুত্বপূর্ণ বিষয়। এদিন একাধিক ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিরা এই উদ্যোগকে সমর্থন জানান। পাশাপাশি রোটারী কসবার কর্মকর্তারা বিশিষ্টদের সম্বর্ধিতও করেন।

অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন চিকিৎসক প্রতাপ মন্ডল, রুদ্র সেন, চিকিৎসক অশোক রায়, ইন্দ্রাণী গাঙ্গুলী, তাপস চৌধুরী, পদ্মিনী দত্ত শর্মা, রাখি রায়, পামেলা পাল দাস, পার্থ সাহা, শিবু দে, বি সেখরস, সিঞ্জিনি বোস, শঙ্খলেখা সিনহা, অমিত চৌহান, মৌসুমী নন্দী, শিল্পী দাস, আকবর পাশা, প্রণতি সাহা, মোল্লা জসিমুদ্দিন, অসীম পাল, আনোয়ার হোসেন, রাজেন বিশ্বাস, অনিত মুখার্জি, আর কে ওয়ার্সি, সুমিত্রা রায়, অরুন্ধতী নাগ, অমর দাস, স্নিগ্ধা সেন, রিনা কুন্ডু, অজয় মাজি সহ অনান্যরা।

Related articles

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...

রাজ্যের গ্রামে পৌঁছচ্ছে আধুনিক চিকিৎসা, মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট

রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ...

সব মামলায় জামিন, সাড়ে তিনবছর পরে জেলমুক্তি ঘটতে চলছে পার্থর

অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে বিশেষ সিবিআই আদালত তাঁর...

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...
Exit mobile version