বেঙ্গল রাইস মিল অ্যাসোসিয়েশনের এর উদ্যোগে বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিল অ্যাসোসিয়েশনের পরিচালনায় বর্ধমান টাউনের কল্পতরু মাঠে অনুষ্ঠিত ২৪ তম আন্তর্জাতিক রাইস গ্ৰাণ প্রো-টেক এক্সপো মেলার শেষ দিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে কেন্দ্রীর সরকার বাংলার মানুষের সঙ্গে দ্বিচারিতা করছে বলে উল্লেখ করে রাজ্য সরকারের বনমন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। তিনি বলেন যেভাবে বাংলার কৃষকের স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছে তা দেশের আর কোথাও নেই। বাংলার ধান দেশ তথা এশিয়া মহাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে তিনি জানায়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্ৰামোন্নয়ন মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার, পূর্ব বর্ধমানের সভাধিপতি শম্পা ধাড়া, বিধায়ক খোকন দাস, উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ,সুরিন্দর গুপ্তা, আব্দুল মালেক,বাকিবুল সহ অন্যান্যরা।

আরও পড়ুন- শ্রদ্ধা কাণ্ডে ধৃত আফতাবের ওপর পুলিশ হেফাজতে তলোয়াল হাতে হামলা, আটক ২