বুধবার রাতে বিশ্বকাপের পরবর্তী ম্যাচে নামছে আর্জেন্তিনা। প্রতিপক্ষ পোলান্ড। প্রথম ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে হারের পর চাপে ছিল লিওনেল মেসির দল। তবে মেক্সিকোর বিরুদ্ধে জিতে ফুরফুরে মেজাতে মেসি-ওটামেন্ডিরা। ম্যাচের পরেরদিন নীল-সাদার দলকে বিশ্রাম দিয়েছিলেন স্কালোনি। আর সেই দিনেই অন্য মেজাজে পাওয়া গেল মেসিকে। সতীর্থদের জন্য রান্না করলেন তিনি। সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

মেক্সিকো ম্যাচের পরের দিন নিজের মত করে সময় কাটাল আর্জেন্তিনা দল। অনুশীলন না থাকায় দলের সকলে কাতার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিজের মতো সময় কাটাচ্ছিলেন। মেসি সেই সুযোগ কাজে লাগন অন্যভাবে। সতীর্থদের জন্য তৈরি করলেন গোমাংসের বার্বিকিউ। আর্জেন্তিনার অধিনায়কের অন্যতম প্রিয় মাংসের এই পদ। তৈরিও করতেও পারেন। আগেও তাঁকে কয়েক বার গোমাংসের বার্বিকিউ তৈরি করতে দেখা গিয়েছে। তবে মেক্সিকোকে হারানোর উৎসবে বাড়তি রং দিতে বিশ্বকাপের মাঝেই রাঁধুনির ভূমিকায় দেখা গেল মেসিকে।

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত না হলেও আত্মবিশ্বাসী মেসিরা। বুধবার গ্রুপের শেষ ম্যাচে তাঁদের প্রতিপক্ষ পোল্যান্ড। লেয়নডস্কিদের বিরুদ্ধে জিততে পারলে সরাসরি দ্বিতীয় পর্বে চলে যাবে মেসিরদল।

আরও পড়ুন:গোল না করেও গোলের পর উচ্ছাস, নেটিজেনরা গোল চুরির অভিযোগ আনলেন রোনাল্ডোর বিরুদ্ধে
