Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

১) বিশ্বকাপের প্রথম ম‍্যাচে সার্বিয়ার বিরুদ্ধে দুরন্ত জয়ের পর দ্বিতীয় ম‍্যাচে সুইজারল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় পেল ব্রাজিল। সেলেকাওরা ১-০ গোলে হারাল সুইজারল্যান্ডকে। ব্রাজিলের হয়ে একমাত্র গোল ক‍্যাসেমিরোর। এই  জয়ের ফলে শেষ ষোলোর রাস্তা কার্যত পাঁকা করে ফেলল তিতের দল।

২) উরুগুয়েকে ২-০ গোলে হারাল পর্তুগাল। এই জয়ের ফলে প্রি-কোয়ার্টারে উঠে গেল পর্তুগালও। পর্তুগালের হয়ে জোড়া গোল ব্রুনো ফার্নান্দেজের। ওপর দিকে দক্ষিণ কোরিয়াকে ৩-২ গোলে হারাল ঘানা।

৩) সোমবার বিশ্বকাপের প্রথম ম‍্যাচে সার্বিয়ার বিরুদ্ধে ড্র করল ক‍্যামেরুন। ৩-১ গোলে পিছিয়ে থেকেও ৩-৩ গোলে ড্র করল ক‍্যামেরুন।

৪) ক্রিকেটে অনন‍্য নজির গড়লেন রুতুরাজ গায়কোয়াড। বিজয় হাজারে ট্রফিতে খেলতে নেমে ইতিহাস তৈরি করলেন তিনি। এক ওভারে ৭ টি ছয় মারলেন রুতুরাজ। টপকে গেলেন যুবরাজ সিং-কে। শুধু তাই নয় এক ইনিংসে ১৬টি ছয় হাঁকান রুতুরাজ।

৫) রবিবার জামশেদপুর এফসিকে ৩-১ গোলে হারিয়েছে ইস্টবেঙ্গল এফসি। ৩-১ গোলে জিতে সমর্থকদের মুখে হাসি ফোটাল লাল-হলুদ ব্রিগেড। আর এই জয়ের জেরে কিছুটা নিশ্চিন্ত হবেন হেড কোচ স্টিফেন কনস্টান্টাইন।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

 

Previous articleমার্কিন মুলুকে জলে ডুবে দুই ভারতীয় পড়ুয়ার মৃ*ত্যু
Next article৩ দিন নিখোঁজ থাকার পর পুরীর সমুদ্রসৈকতে তরুণীর কালচে মৃতদেহ উদ্ধার!অপহরণের পর ধর্ষ*ণের অভিযোগ