Thursday, August 28, 2025

কারখানায় চাকরির জন্য দাদা-দিদি ধরবেন না, সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে: ঋতব্রত

Date:

রাজ্যজুড়ে বিভিন্ন ক্ষেত্রে নিযোগ দুর্নীতি নিয়ে বেনিয়মের অভিযোগ উঠছে। সেখানে দাঁড়িয়ে কারখানায় নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার বার্তা দিলেন INTTUC রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। তিনি বলেন, কারখানায় নিয়োগ নিয়ে কোনও দাদা-দিদি ধরবেন না। অনলাইনে আবেদন করবেন, অফলাইন হলে ড্রপবক্সে (Drop Box) আবেদন জমা দেবেন। সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে। মঙ্গলবার, হলদিয়ার দুর্গাচকে তৃণমূলের (TMC) প্রস্তুতি সভায় মূল বক্তা ছিলেন আইএনটিটিইউসি রাজ্য সভাপতি।

ঋতব্রত বলেন, তৃণমূলের সর্বভারতয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) শ্রমিকদের দুঃখ-বেদনা অনুভব করেন। তাই কাঁথির সভায় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার রূপায়ণ দেখে সামনের সভা নিয়ে শ্রমিকদের মধ্যে বিপুল উৎসাহ তৈরি হয়েছে। তৃণমূল শ্রমিক সংগঠন এখন অনেক সঙ্ঘবদ্ধ, স্বচ্ছভাবে ও গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করছে। যা বাম আমলে, এমনকী অধুনা বিরোধী দলনেতার আমলেও হয়নি।

আইএনটিটিইউসি গঠনমূলক এবং দায়িত্বশীল ট্রেড ইউনিয়ন হিসাবে কাজ করে চলেছে। শ্রম দফতর, শ্রমিক ইউনিয়ন মিলেমিশে কাজ করছে। ইতিমধ্যে ১২টা চার্টার্ড অফ ডিমান্ড পেশ করা হয়েছে। ঋতব্রতের মতে, কারখানায় নিয়োগ নিয়ে কোনও দাদা-দিদি ধরবেন না। অনলাইনে আবেদন করবেন, অফলাইন হলে ড্রপবক্সে আবেদন জমা দেবেন। সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে। মুখ্যমন্ত্রী শিল্পবান্ধব পরিস্থিতি তৈরি করেছেন। শিল্প হবে, শ্রমিকদের দাবিদাওয়াও থাকবে। সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। কোনও ভাবেই শ্রমমিনিট নষ্ট করা যাবে না। সভায় ছিলেন সৌমেন মহাপাত্র-সহ অন্যান্য নেতৃত্ব। সভা ঘিরে বিশেষত শ্রমিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন- ভারত জোড়ো যাত্রায় আমার মধ্যে এসেছে পরিবর্তন: নিজেই জানালেন রাহুল

 

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version