Saturday, August 23, 2025

Andhra Pradesh : ৮০০ টাকা কেজি গাধার মাংস ! অন্ধবিশ্বাসের জেরে চড়া দামে বিক্রি হচ্ছে গাধার দুধ

Date:

কেউ কিছু বুঝতে না পারলে তাকে গাধা (Donkey) বলে যতই অপমান করার রেওয়াজ চলে আসুক না কেন, গাধা যে ফেলনা নয় তা আগেই বুঝিয়েছেন বিজ্ঞান। কিন্তু তাই বলে ৭০০/৮০০ টাকা কেজি দরে গাধার মাংস বিক্রি ? এখানেই শেষ নয় চড়া দামে বিকোচ্ছে গাধার দুধও (Milk)। পাশাপাশি রয়েছে বেআইনি ভাবে গাধা ও গাধার মাংস পাচারের মারাত্মক অভিযোগ। আর এত কান্ডের পিছনে রহস্য হচ্ছে অন্ধবিশ্বাস । গাধার মাংস, রক্ত, দুধে রোগের উপশম হয় – এই কুসংস্কারে আচ্ছন্ন হয়ে অন্ধ্রপ্রদেশে (Andhra pradesh) চলছে বেআইনি কর্মকাণ্ড।

পিপল ফর দ্য এথিকাল ট্রিটমেন্ট অফ অ্যানিমালস (PETA) – এর তরফ থেকে বলা হচ্ছে যে গুন্টুর-প্রকাশম ও সংলগ্ন এলাকায় মানুষের কুসংস্কার, গাধার মাংস ও দুধ খেলে লোহার মতো শক্তিশালী শরীর তৈরি হয়। স্বাস্থ্য ভাল থাকে। আর ঠিক সেই কারণের জন্যই বেড়েছে বিপুল চাহিদা। অন্ধ্রপ্রদেশের গুন্টুর ও প্রকাশম জেলায় এনজিও, পেটা ও রাজ্য পুলিশের (state police) যৌথ অভিযানে উদ্ধার প্রায় সাড়ে সাতশ কিলোগ্রাম মাংস। পাচার হওয়ার আগে ৩৬টি গাধাকেও উদ্ধার করা হয়েছে। গাধার মাংস বিক্রি ও পাচার আইনত অপরাধ। অনেকেই আবার বিভিন্ন রাজ্য থেকে অন্ধ্রপ্রদেশে গাধা পাচার করছেন। তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। কুসংস্কারের ফাঁদেই গাধার মাংসের চাহিদা বিপুল পরিমাণে বেড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। পিপল ফর দ্য এথিকাল ট্রিটমেন্ট অফ অ্যানিমালস (People for the Ethical Treatment of Animals) এর তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে ইকো সিস্টেম সচল রাখতে গাধার ভূমিকা আছে। এমনকি এই প্রাণীটি যে পরিমাণ পরিশ্রম করতে পারে সেটা অন্য কোনও প্রাণীর পক্ষে করা সম্ভব কিনা সে নিয়েও মতবিরোধ আছে। কিন্তু তাই বলে গাধার দুধ আর মাংস নিয়ে যে রটনা চারপাশে সেটা সম্পূর্ণ ভুল। বিজ্ঞানসম্মত ভাবে গাধার দুধ, মাংস ও রক্তের কোনও চিকিৎসাজনিত লাভ নেই। PETA এর তরফ থেকে এই কুসংস্কার ছড়িয়ে পড়া আটকানোর জন্য সরকারি হস্তক্ষেপের দাবিও করা হয়েছে।

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version