Thursday, August 28, 2025

ভারত জোড়ো যাত্রায় আমার মধ্যে এসেছে পরিবর্তন: নিজেই জানালেন রাহুল

Date:

গত ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রা(Bharat Jodo Yatra) শুরু করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। এই ক’মাসে ২ হাজার কিলোমিটার পেরিয়ে মধ্যপ্রদেশে(Madhyapradesh) পৌঁছেছেন রাহুলরা। দীর্ঘ এই যাত্রাপথের অভিজ্ঞতা ব্যাখ্যা করতে গিয়ে রাহুল জানালেন, এই কয়েকমাসে অনেকখানি বদলে গিয়েছেন তিনি। এসেছে চারিত্রিক বৈশিষ্টে একাধিক পরিবর্তন।

এই ভারত জোড়ো যাত্রা প্রসঙ্গে বলতে গিয়ে রাহুল গান্ধী সংবাদমাধ্যমকে বলেন, অনেক উল্লেখযোগ্য মুহূর্ত তৈরি হয়েছে। এর মধ্যে বিশেষ কিছু অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমার ধৈর্যশক্তি অনেকটাই বেড়েছে। দ্বিতীয়ত, আট ঘণ্টা ধরে ধাক্কাধাক্কিতেও আমার বিরক্ত লাগছে না। আগে ঘণ্টা দুয়েকেই বিরক্ত হয়ে পড়তাম। কেবল এইটুকুই নয়। এর সঙ্গে তৃতীয় এক পরিবর্তনের কথাও বলছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। তাঁর কথায়, “মানুষের কথা শোনার ক্ষমতাও আমার আগের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে। আমি মনে করি এর ফলে আমার অনেক উপকার হয়েছে।” এখানেই শেষ নয়। দীর্ঘ পদযাত্রায় অংশ নেওয়ার ফলে রাহুলের হাঁটুর পুরনো ব্যথাও উধাও হয়েছে। এপ্রসঙ্গে রাহুল জানাচ্ছেন, “আমার ভয় ছিল আমি যাত্রা সম্পূর্ণ করতে পারব কিনা। কিন্তু যত সময় এগিয়েছে আমার ব্যথা কমতে শুরু করেছে।”

উল্লেখ্য, গত আড়াই মাস ধরে এই পদযাত্রাই ধ্যান জ্ঞান বানিয়ে ফেলেছেন রাহুল। আসন্ন গুজরাট ও হিমাচল বিধানসভা নির্বাচনেও একদিনের জন্য প্রচারে যাননি তিনি। শুধু তাই এই কর্মসূচী উপলক্ষ্যে সংসদে আসন্ন শীতকালিন অধিবেশনেও যোগ দেবেন না তিনি। যা নিয়ে অবস্য প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। তবে এ সবকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ রাহুল তিনি এখন ব্যস্ত ভারত জোড়ো যাত্রা সম্পন্নে।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version