দক্ষ প্রশাসকের হাতে স্টিয়ারিং, ইছামতিতে লঞ্চ চালালেন মুখ্যমন্ত্রী

সফরের দ্বিতীয় দিনে ইছামতীতে লঞ্চ চালান মমতা। দক্ষ প্রশাসকের হাতে ধরা ছিল স্টিয়ারিং।

জেলা সফরে গিয়ে জনসংযোগের উপরেই সবচেয়ে বেশি জোর দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সুন্দরবন (Sunderbon) সফরেও কখনও গ্রামের বাড়ির দাওয়ায় বসে ভাত খেয়ে, কখন লঞ্চ চালালেন তিনি। সফরের দ্বিতীয় দিনে ইছামতীতে লঞ্চ চালান মমতা। দক্ষ প্রশাসকের হাতে ধরা ছিল স্টিয়ারিং।

সুন্দরবন সফরের দ্বিতীয় দিনে ইছামতীতে লঞ্চে চেপে উপকূল এলাকা পরিদর্শন শুরু করেন মুখ্যমন্ত্রী। নির্দিষ্ট সময়ে মুখ্যমন্ত্রী ও সরকারি আধিকারিকদের নিয়ে লঞ্চ ছাড়ে। চালকের কেবিনে গিয়ে লঞ্চ চালানোর ইচ্ছাপ্রকাশ করেন মমতা। এরপরেই প্রশাসন চালানোর দক্ষতায় হাত রাখেন স্টিয়ারিং-এ। পেশাদার চালকের মতো চাকা ঘুরিয়ে লঞ্চ চালান মুখ্যমন্ত্রী। রাজ্য প্রশাসনের স্টিয়ারিং (Steering) ধরা হাতে লঞ্চে চালানো দেখতে চালকের কেবিনে চলে যান সরকারি আমলারাও।

বরাবরই বিভিন্ন রকম কাজে উৎসাহ দেখান মুখ্যমন্ত্রী। জেলাসফরে গিয়ে পথের ধারে গাড়ি থামিয়ে চায়ের দোকানে চা বানিয়েছেন, কখনও মোমো গড়েছেন, চপ ভেজেছেন, ফুচকা খাইয়েছেন মুখ্যমন্ত্রী। ভোটপ্রচারে বেরিয়ে স্কুটিও চালান তিনি। এবার লঞ্চ চালিয়ে সবাইকে চমকে দিলেন মমতা।

 

 

Previous articleKIFF : বিগ বি-কে বিশেষ সম্মান জানিয়ে প্রদর্শনী, উদ্বোধনে অমিতাভ-পত্নী
Next articleঅধ্যাপককে হেনস্থার অভিযোগে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়, ডেপুটেশন জমা জুটার