Monday, November 10, 2025

চিরপরিচিত পার্টি অফিস ঘুরে মেডিক্যাল কলেজে মানবের দেহ, চোখের জলে শেষশ্রদ্ধা বাম নেতৃত্বের

Date:

Share post:

শেষবারের মতো গেলেন চিরপরিচিত বেলেঘাটার পার্টি অফিসে। তবে, গেলেন সতীর্থদের কাঁধে চড়ে। মঙ্গলবার, প্রয়াত হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও CPIM নেতা মানব মুখোপাধ্যায় (Manab Mukharjee)। নির্দিষ্ট সূচি মেনে বুধবার, সকালে তাঁর দেহ নিয়ে যাওয়া হয় বেলেঘাটায় সিপিআইএমের এরিয়া কমিটির দফতরে। এখান থেকেই বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেন তিনি। চোখের জলে প্রিয় নেতাকে বিদায় জানান সিপিআইএমের নেতা-কর্মী।

সেখান থেকে মানব মুখোপাধ্যায়ের দেহ নিয়ে যাওয়া হয় ফুলবাগান ও রাজাবাজার এলাকার দলীয় কার্যালয়ে। সেখান থেকে SFI-DYFI-এর রাজ্য দফতর দীনেশ মজুমদার ভবনে নিয়ে যাওয়া হয় প্রাক্তন মন্ত্রীর দেহ। সেখানে ছাত্র-যুব সংগঠনের নেতৃত্ব শেষ শ্রদ্ধা জানান। ছিলেন গৌতম দেব, রবীন দেব, নেপাল দেব, তাপস সিনহার মতো বর্ষীয়ান নেতারাও।

এরপর দেহ নিয়ে যাওয়া হয় আলিমুদ্দিন স্ট্রিটে সিপিআইএমের রাজ্য দফতরের। সেখানে মালা দিয়ে শ্রদ্ধা জানান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu), সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Selim)-সহ নেতা-নেত্রীরা। কেন্দ্রীয় কমিটি ও পলিটব্যুরোর পক্ষ থেকেও প্রয়াত নেতাকে শেষশ্রদ্ধা জানানো হয়।

প্রমোদ দাশগুপ্ত ভবনে কিছুক্ষণ রাখা হয় মানব মুখোপাধ্যায়ের মরদেহ। সিপিআইএমের পাশাপাশি শেষ শ্রদ্ধা জানান CPI-এর মৌসুমী ঘোষ, প্রবীর দেব। আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকিও শ্রদ্ধা জানান। এরপর শোক মিছিল যায় মেডিক্যাল কলেজে। তাঁর ইচ্ছে অনুয়ায়ী, সেখানেই দেহ দান করা হয়।

বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক মানব বাম আমলে পরিবেশ তথ্যপ্রযুক্তি-সহ একাধিক দফতরের মন্ত্রী ছিলেন ৷ বুদ্ধদেব ভট্টাচার্য মন্ত্রিসভার অন্যতম পরিচিত মুখ ছিলেন মানব। রাজ্য কমিটির প্রাক্তন সদস্য ছিলেন৷ যদিও শারীরিক অসুস্থতার জন্যই দলীয় কর্মসূচি থেকে কিছু দিন আগেই সরে গিয়েছিলেন তিনি। মঙ্গলবার মল্লিকবাজারের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় মানব মুখোপাধ্যায়৷

আরও পড়ুন- Sealdah Train Accident : কারশেডগামী ট্রেনের চালককে সাসপেন্ড করল রেল

spot_img

Related articles

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...

শহুরে পরিবহনে মডেল বাংলা! জাতীয় স্বীকৃতি ‘যাত্রী সাথী’-কে

রাজ্য সরকারের মুকুটে আরও একটি সাফল্যের পালক। কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের তরফে এ বার জাতীয় স্বীকৃতি পেল...

ভোটার তালিকায় নাম নেই সস্ত্রীক সব্যসাচী দত্তের, কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ তৃণমূলের

সস্ত্রীক সব্যসাচী দত্তের নাম নেই ইলেক্টোরাল ড্রাফট রোলে! এদিকে তিনি ১৯৯৫ সাল থেকে বিধাননগরের কাউন্সিলর। ২০০০ সালেও কাউন্সিলর।...

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...