Thursday, November 6, 2025

পুরুষদের বিশ্বকাপে প্রথম মহিলা রেফারি, বাঁশি মুখে ইতিহাস গড়ার অপেক্ষায় স্টেফানি ফ্যাপার্ট

Date:

কাতার বিশ্বকাপে (Qatar World Cup) নতুন ইতিহাস তৈরি হতে আর মাত্র কয়েক ঘন্টা। আগামীকাল, বৃহস্পতিবার কোস্টারিকা এবং জার্মানির ম্যাচেই বাঁশি মুখে প্রথমবার মহিলা রেফারি দেখতে চলেছে ফুটবল বিশ্ব। ফ্রান্সের স্টেফানি (Stephani Frappart) ফ্যাপার্টই প্রথম মহিলা, যিনি পুরুষদের বিশ্বকাপে (Mens World Cup)রেফারির দায়িত্ব পালন করবেন। এর আগে ফ্র্যাপার্ট প্রথম মহিলা রেফারি হিসেবে ইউএফার (UFA) ম্যাচে দায়িত্ব সামলেও ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন।

প্রথমবার মূল রেফারি হিসেবে মাঠে নামলেও বিশ্বকাপে সহকারি রেফারি হিসেবে আগেও দায়িত্ব সামলেছেন ফ্র্যাপার্ট। ফিফার তরফে আগেই জার্মানি বনাম কোস্টারিকা ম্যাচের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা হয়েছে। প্রধান রেফারি স্টেফানি ফ্র্যাপার্ট। কাতার বিশ্বকাপে নানা বিতর্কের মাঝে কিছু স্মরণীয় ঘটনা এবং ইতিহাসও দেখা গিয়েছে। তার মধ্যে অন্যতম হতে চলেছে পুরুষদের বিশ্বকাপে মহিলা রেফারি।

উল্লেখ্য, ফ্রান্সের স্টেফানি ফ্র্যাপার্ট-এর পাশাপাশি জাপানের ইয়ামাশিতা ইয়োশিমি, রোয়ান্ডার সালিমা মুকাসেঙ্গা, ব্রাজিলের নেউজা ব্যাক, মেক্সিকোর কারেন দিয়াজ মেদিনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাথরিন নেসবিটরা এ বারের বিশ্বকাপে রেফারিদের তালিকায় রয়েছেন। ৩৬ জন রেফারির মধ্যে সুযোগ পেয়েছেন তাঁরা। পুরুষদের বিশ্বকাপে মহিলা রেফারি ইতিহাসে এই প্রথমবার। ৩৮ বছর বয়সী স্টেফানি ফ্রেপপার্ট ২০১৯ সালে ফ্রান্সে মহিলা বিশ্বকাপেও রেফারিংয়ের দায়িত্ব পালন করেছিলেন। উয়েফা সুপার কাপের ফাইনালেও তাঁকে রেফারিং করতে দেখা গিয়েছিল। তিনিই প্রথম মহিলা যিনি প্রথমবার পুরুষদের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের পরিচালনার দায়িত্বও পেয়েছিলেন। আর এবার পুরুষদের বিশ্বকাপেও রেফারিং করে ইতিহাসের পাতায় নাম তুলেছেন স্টেফানি।

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version