Thursday, August 21, 2025

ফের পিছতে পারে টুইটারের ব্লু সাবস্ক্রিপশন লঞ্চের দিনক্ষণ, অ্যাপেলকে কাঠগড়ায় তুললেন মাস্ক

Date:

প্রিমিয়াম ব্লু সাবস্ক্রিপশন (Premium Blue Subscription) লঞ্চ পিছিয়ে দিতে পারেন টুইটারের (Twitter) নতুন মালিক এলন মাস্ক (Elon Musk)। এর আগে ২৯ নভেম্বর টুইটারের ব্লু সাবস্ক্রিপশন লঞ্চ হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। এরপর ২ ডিসেম্বর টুইটারের ব্লু সাবস্ক্রিপশন লঞ্চ করার নতুন দিন ঘোষণা করা হয়েছিল। কিন্তু সূত্রের খবর, এবারেও পিছিয়ে যেতে পারে টুইটারের এই নতুন ফিচারের লঞ্চ।

অক্টোবর (October) মাসের শেষের দিকে টুইটারের দায়িত্ব নিজের হাতে নিয়েছেন নিয়েছেন মাস্ক। তারপর থেকেই একাধিক পরিবর্তন এসেছে মাইক্রোব্লগিং (Micro Blogging) এই মাধ্যমে। সেই সময় নির্দিষ্ট কিছু দেশে টুইটারের ব্লু সাবস্ক্রিপশন ফিচার চালু হয়েছিল। তবে অনেক স্প্যাম প্রোফাইল (Spam Profile) ব্লু ব্যাজ (Blue Batch) পেয়ে যাওয়ার পর ট্যুইটার এই ফিচার (Feature) বন্ধ করে দেয় কারণ এই ফিচার আরও উন্নত করার প্রয়োজন ছিল। এরপরই প্রতি মাসে ৮ ডলারের বিনিময়ে টুইটার ব্লু সাবস্ক্রিপশনের সুবিধা পাবেন ইউজাররা। তবে ভারতে এখনও এই ফিচার চালু হয়নি। কিন্তু টুইটারের ব্লু সাবস্ক্রিপশনের বিষয়টি যে ফের পিছিয়ে যেতে পারে, সেই প্রসঙ্গে এখনই আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। পাশাপাশি নতুন করে কবে এই ফিচার চালু হতে পারে তাও এই মুহূর্তে জানা যায়নি।

উল্লেখ্য, গত কয়েকদিনে এলন মাস্ক অ্যাপেল অ্যাপ স্টোরের (Apple App Store) পলিসি (Policy) অর্থাৎ নিয়ম নীতি নিয়ে প্রশ্ন তুলেছে। টুইটারে অ্যাপেল কেন বিজ্ঞাপন (Advertisemnt) দিচ্ছে না তা নিয়েও উঠেছে প্রশ্ন। তবে মাস্কের একাধিক অভিযোগের ভিত্তিতে এখনও অ্যাপেলের তরফে কিছু বিবৃতি দেওয়া হয়নি। এমনকি টুইটার প্রধান রীতিমতো হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যদি অ্যাপেল স্টোর এবং গুগল প্লে স্টোর থেকে টুইটার অ্যাপ সরিয়ে দেওয়া হয় তাহলে তিনি নিজেই বিকল্প স্মার্ট ফোন তৈরি করবেন।

Related articles

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...
Exit mobile version