রোগীর ছদ্মবেশে অ্যাম্বুল্যান্সে মাদক পাচার! কলকাতায় গ্রেফতার বাস্তবের “পুষ্পা”

পুলিশি অভিযানে অ্যাম্বুল্যান্সের ভিতর থেকে উদ্ধার হয় ৫০ কেজি মাদক। পুলিশ সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুর থেকে পাচার হয়ে আসছিল ওই মাদক। মাদক পাচারের অভিযোগে অ্যাম্বুল্যান্স থেকে গ্রেফতারও করা হয়েছে ২ জনকে

শহরের বুকে অভিনব কায়দায় মাদক পাচার। এ যেন বাস্তবের “পুষ্পা”! পাচারকারী রোগী সেজে অ্যাম্বুল্যান্সে করে মাদক পাচারের ছক করে।যদিও শেষরক্ষা হয়নি। গোপন সূত্রে খবর পেয়ে সেই ছক বানচাল করল কলকাতা পুলিশ। মাদকবোঝাই অ্যাম্বুল্যান্সটিকে আটক করা হয়। ঘটনা হেস্টিংস এলাকায়।

পুলিশি অভিযানে অ্যাম্বুল্যান্সের ভিতর থেকে উদ্ধার হয় ৫০ কেজি মাদক। পুলিশ সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুর থেকে পাচার হয়ে আসছিল ওই মাদক। মাদক পাচারের অভিযোগে অ্যাম্বুল্যান্স থেকে গ্রেফতারও করা হয়েছে ২ জনকে। যার মধ্যে একজন আবার রোগীর ছদ্মবেশে অ্যাম্বুল্যান্সের ভিতরে শুয়েছিল। আরেক জন তার পাশেই বসেছিল।

ধৃতদের জেরা শুরু করেছে পুলিশ। এদের পিছনে বড় কোনও চক্র রয়েছে কিনা সেদিকটি খতিয়ে দেখা হচ্ছে। ওই বিপুল পরিমাণ মাদক কোথায় সরবরাহ করার পরিকল্পনা ছিল, তাও জানার চেষ্টাও করছে পুলিশ। তদন্ত শুরু করেছে নারকোটিক বিভাগও।

আরও পড়ুন- হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের তৎপরতা, অল্প সময়ের মধ্যেই উদ্ধার পড়ুয়ার হারানিধি

 

 

Previous articleFIFA World Cup : মারাদোনাকে টপকে যাবেন মেসি ! ফের রেকর্ড গড়ার সুযোগ
Next articleঅনুদানে বাবদ গেরুয়া তহবিলে ৬১৫ কোটি, তৃণমূল মাত্র ৪৩ লক্ষ