Sunday, November 16, 2025

শীর্ষ আদালতের ইতিহাসে তৃতীয়বার বসল মহিলা বিচারপতির বেঞ্চ, শুনল ৩২ মামলা

Date:

শীর্ষ আদালতের ইতিহাসে এই নিয়ে তৃতীয়বার বসল মহিলা বেঞ্চ। বৃহস্পতিবার, হিমা কোহলি (Justice Hema Kohli) ও বিচারপতি বেলা এম ত্রিবেদিকে (Justice Bela M Trivedi) নিয়ে গঠিত ওই বেঞ্চ বসে। মোট ৩২টি মামলা তালিকাভুক্ত ছিল। তার মধ্যে ছিল ১০ জামিন সংক্রান্ত মামলা, ১০ স্থানান্তকরণের মামলা ও বাকি বিবাহ সংক্রান্ত মামলা। সুপ্রিম কোর্টে (Supreme Court) সূত্রে খবর, এই বেঞ্চে সব মামলায় ছিল মহিলা সংক্রান্ত। তবে, এদিন কোনও রায় দেয়নি বেঞ্চ।

বুধবার বিচারপতি হিমা কোহলি ও বিচারপতি বেলা এম ত্রিবেদিকে নিয়ে ওই বেঞ্চ গঠন করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (Justice DY Chandrachur)। এই নিয়ে তিনবার শীর্ষ আদালতে মহিলা বিচারপতির ফুল বেঞ্চ (all women bench) বসল। এর আগে ২০১৩-তে বিচারপতি জ্ঞানসুধী মিশ্র এবং বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইকে নিয়ে প্রথম সুপ্রিম কোর্টে মহিলা বিচারপতির বেঞ্চ বসে। ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর বসে বিচারপতি আর ভানুমতী এবং বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের মহিলা বেঞ্চ।

এই মুহূর্তে সুপ্রিমো কোর্টে তিনজন মহিলা বিচারপতি রয়েছেন। আর ভানুমতী, ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ছাড়়াও রয়েছেন বিচারপতি বি ভি নাগরত্ন। বিচারপতি কোহলির কার্যকালের মেয়াদ ২০২৪ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত। বিচারপতি ত্রিবেদির মেয়াদ ২০২৫ সালের জুন মাস পর্যন্ত। সব ঠিকঠাক থাকলে বিচারপতি নাগরত্ন ২০২৭ সালে ৩৬ দিনের জন্য দেশের প্রথম মহিলা বিচারপতি হবেন। সুপ্রিম কোর্টে এখন বিচারপতি আছেন ২৭ জন। অনুমোদিত পদের সংখ্যা ৩৪।

আরও পড়ুন- দু-দুবার ইন্টারভিউ দিলেও প্রকাশ হয়নি মেধাতালিকা, ফের ধর্নায় আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা

 

Related articles

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...
Exit mobile version