Saturday, May 3, 2025

জেরায় মুখে কুলুপ সুবীরেশের! সিবিআইকে হেফাজতে চাইতে পরামর্শ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Date:

নিয়োগ দুর্নীতি মামলায় (Teacher Recruitment Case) কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নজরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের (North Bengal University) প্রাক্তন উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhattacharya)। গ্রেফতার (Arrest) হওয়ার পর থেকে তিনি তদন্তে কতটা সহযোগিতা করছেন? বৃহস্পতিবার সিবিআই-এর (CBI) কাছে তা জানতে চেয়েছিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। এদিন সকালেই সিবিআই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জানায় সুবীরেশ তদন্তে (Investigation) কোনওরকমভাবেই সহযোগিতা করছেন না। তিনি বর্তমানে জেল হেফাজতে (Jail Custody) রয়েছেন। কিন্তু সেখানে গিয়েও বারবার তাঁকে জিজ্ঞাসাবাদ (Interrogation) করলেও কোনও সদুত্তর পাওয়া যায়নি।

পাশাপাশি তদন্তে সহযোগিতা না করার কারণেই সম্প্রতি সুবীরেশের জামিনের আবেদনও খারিজ হয়ে গিয়েছে বলে এদিন উল্লেখ করেছে সিবিআই। এরপরই বিচারপতি বলেন, তিনি যদি সহযোগিতা না করেন তাহলে তাঁকে হেফাজতে চেয়ে আদালতের কাছে আবেদন করুন। বিচারপতি আরও প্রশ্ন করেন, আপনারা কোন পরিস্থিতিতে কোনও অভিযুক্তকে দিল্লি, অসম বা ভুবনেশ্বরে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যেতে পারেন? উদাহরণ হিসেবে তিনি তুলে ধরেন, সুপ্রিম কোর্টের (Supreme Court of India) নির্দেশে রাজীব কুমারকে (Rajeev Kumar) শিলং (Shillong) নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের প্রসঙ্গও।

এরপরই বিচারপতির প্রশ্নের উত্তরে সিবিআই আধিকারিকরা জানান, কখন কাউকে বাইরে নিয়ে যাওয়া হয়, সেটা বিভিন্ন পরিস্থিতির ওপর নির্ভর করে। তবে সুবীরেশকে ভট্টাচার্যকে হেফাজতে না নিলে কোনও তথ্য জানা সম্ভব নয় বলে এদিন মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের নির্দেশ দেন, আপনারা সুবীরেশ ভট্টাচার্যকে হেফাজতে নেওয়ার আবেদন জানান। তারপর আমি তাঁকে অন্য কোথাও নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেব। তবে শুধু সুবীরেশই নন একই ধরনের নির্দেশ দিতে হবে মানিক ভট্টাচার্যের ক্ষেত্রেও।

এদিন হাইকোর্টে সিবিআই জানায়, মানিক ভট্টাচার্য সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ পেয়েছেন। সে ক্ষেত্রে বিচারপতি জানান, যত দ্রুত সম্ভব রক্ষাকবচ খারিজের আবেদন করুন। আমাকে কী আবার সিট পুনর্গঠন করতে হবে?

Related articles

করমণ্ডল উপকূলে মৎস্যজীবীদের উপর হামলা শ্রীলঙ্কার জলদস্যুদের

ফের মৎস্যজীবীদের উপর জলদস্যুদের হামলা। আহত কমপক্ষে ১৭ জন মৎস্যজীবী। শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) করমণ্ডল উপকূলে। সেখানেই...

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...
Exit mobile version