Sunday, January 18, 2026

কলেজ স্কোয়ারে শুরু দশম বাংলাদেশ বইমেলা, চলবে ১১ ডিসেম্বর অবধি

Date:

Share post:

ঠাঁইনাড়া নয়, বলা যেতে পারে কোভিডকালে দু’বছর বন্ধ থাকার পর কলকাতার বাংলাদেশ বইমেলা এবার এসে মিশল বাংলা বইয়ের প্রাণকেন্দ্রে। শুক্রবার বইপাড়া লাগোয়া কলেজ স্কোয়ারে শুরু হল দশম বর্ষের ‘বাংলাদেশ বইমেলা কলকাতা ২০২২’। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির উদ্যোগে, বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরোর সহযোগিতায় এবং কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সার্বিক ব্যবস্থাপনায় দশদিনের মেলা চলবে ১১ ডিসেম্বর অবধি। উদ্বোধন করেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মণি এমপি। সম্মানিত অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, ‘পাসপোর্ট, ভিসা সব কিছু থাকবে, কিন্তু তার মধ্যে একটা শব্দই আমাদের সবাইকে জুড়তে পারে, তার নাম বই। নোবেলজয়ী বর্হেস বলেছিলেন, জীবনের বেশির সময় আমি বইয়ের সঙ্গে কাটিয়েছি। বইয়ের সঙ্গে থাকলে যে পার্থিব আনন্দ হয় তা আর কিছুতেই হয় না, এমনকি নারীসঙ্গতেও নয়। বিশ্বের সর্বত্র যখন নারীবিদ্বেষ বেড়ে চলেছে তখন দুই বাংলার শীর্ষে বসে আছেন দুই নারী। তাঁরা আন্দোলনপ্রসূত বাস্তবতা থেকে উঠে এসেছেন। তাঁরাই দুই বাংলাকে পথ দেখাচ্ছেন।’

উদ্বোধনী আসরে মিলে গেল বাংলাদেশের ছাত্রছাত্রীদের জাতীয় সংগীত এবং পশ্চিমবঙ্গের ‘রণপা’ নৃত্য। কলেজ স্কোয়ারের দিঘি চত্বর মিছিলের সঙ্গে প্রদক্ষিণ করেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী। এবারের মেলা উৎসর্গিত করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির উদ্দেশে। মেলাপ্রাঙ্গণে করা হয়েছে ছবিতে সাজানো ‘বঙ্গবন্ধু কর্নার’। মেলায় যোগ দিয়েছে ওপারের ৭৫টি স্টল। প্রতিদিন মেলামঞ্চে লেখক-প্রকাশক-পাঠক মুখোমুুখি, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, সেমিনারে অংশ নেবেন দুই দেশের কবি-লেখকেরা। প্রসঙ্গত, ‘বাংলাদেশ বইমেলা কলকাতা’ শুরু হয় ২০১১ সালে গগনেন্দ্র সংগ্রহশালায়। তিন বছর পর রবীন্দ্রসদনের খোলা চত্বর হয়ে ২০১৭ সালে স্থানান্তরিত হয় মোহরকুঞ্জে। দু’দেশের সাহিত্য-সংস্কৃতিপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়। এই মেলা আয়োজনের মধ্য দিয়ে এ রাজ্যে বাংলাদেশের বইয়ের চাহিদা বৃদ্ধি, বাংলাদেশের লেখকদের পরিচিতি বাড়ে। সভাপতিত্ব করেন কলকাতাস্থিত বাংলাদেশ হাই কমিশনের উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস। ছিলেন বাংলাদেশের বিশিষ্ট লেখক অধ্যাপক ড. সৈয়দ মনজিরুল ইসলাম, রাজ্যের বিধায়ক দেবাশিস কুমার, প্রকাশক সুধাংশুশেখর দে প্রমুখ।

আরও পড়ুন- “বিয়ে বাড়ি নয় যে আমন্ত্রণ করা হবে!” অভিষেকের সভা নিয়ে কুণালের নিশানায় শিশির-দিব্যেন্দু

spot_img

Related articles

এসআইআর চলাকালীন অশান্তি ঠেকাতে রাজ্যকে সতর্ক করল কমিশন

রাজ্যে চলমান এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়ার সময় সাম্প্রতিক অশান্তির ঘটনার পর নির্বাচন কমিশন রাজ্য সরকারের দিকে সতর্কবার্তা...

এসআইআর আতঙ্কের জের! শান্তিপুর ও নামখানায় মৃত ২

বাংলায় এসআইআর-বলির সংখ্যা দীর্ঘতর হচ্ছে। নির্বাচন কমিশনের তুঘলকি সিদ্ধান্তের জোরে প্রতিদিনই মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের। নদিয়া ও দক্ষিণ...

মোদির সফরে বদলে গেল মালদহ টাউন স্টেশন! নিরাপত্তার চাপে প্রশ্নের মুখে জীবিকা

চিরচেনা কোলাহল, যাত্রীদের ভিড় আর হকারদের ডাক—এই দৃশ্যেই অভ্যস্ত মালদহ টাউন স্টেশন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra...

প্রহসনে পরিণত হয়েছে হেনস্থার এই হিয়ারিং! অভিযোগ জানিয়ে কমিশনের দফতরে তৃণমূলের প্রতিনিধি দল

বাংলা জুড়ে এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) সংক্রান্ত শুনানি কার্যত হেনস্থার রূপ নিয়েছে—এই অভিযোগ তুলে শনিবার বিকেলে নির্বাচন কমিশনের...