Sunday, November 9, 2025

ফের BSF-এর জুলুমবাজি! হেমতাবাদের মিলনমেলায় লাঠিচার্জ

Date:

Share post:

ফের প্রকাশ্যে BSF-এর জুলুমবাজি! হেমতাবাদে (Hemtabad) মিলনমেলায় লাঠি চালানোর অভিযোগ। আহত নাবালক। প্রতি বছরের মতো এবারও হেমতাবাদ ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার মাকরা গ্রামে মিলন মেলায় যোগ দিতে যান অনেকে। কাঁটাতারের বেড়ার ওপারে জড়ো হন তাঁদের ভিনদেশী আত্মীয়রাও। কিন্তু কাঁটাতারের সামনে যেতেই এপারের বাসিন্দাদের উপর বিএসএফ লাঠি চালায় বলে অভিযোগ। লাঠির আঘাতে জখম হয় এক নাবালকও।

বিএসএফের সীমানা বৃদ্ধি নিয়ে আগেই সরব হয়েছে রাজ্যের শাসকদল। এতে যে তাদের জুলুমবাজি বাড়বে তার আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। সেটাই সত্যি হল। কী নিয়ে গোলমাল? সূত্রের খবর, ভিড় সামলাতে ব্যর্থ হয়েই চড়াও হয় বিএসএফ। একসময় মেলার বন্ধ করে দিতে চায়। কিন্তু দূর-দূরান্ত থেকে আসা মানুষজন নিজেদের প্রিয় মানুষের সঙ্গে দেখা করতে চান। তাই নিয়েই বচসা বেধে যায়। এরপরেই বিএসএফ নির্বিচারে লাঠি চালায় বলে অভিযোগ। যদিও সীমান্ত রক্ষী বাহিনীর তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।

শতবর্ষ প্রাচীন বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার গোবিন্দপুরে এক কালীপুজোকে কেন্দ্র করে প্রতি বছর এই মিলন মেলার আয়োজন হয়। এই পুজো নিষ্ঠার সঙ্গে পালন করেন সেখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষেরা। এই পুজোকে কেন্দ্র করে দেশভাগের আগেও মেলা হত। এখন এই পুজোকে কেন্দ্র করে মেলার দিন আত্মীয়-বন্ধুর সঙ্গে দেখা-সাক্ষাৎ কেউ হাতছাড়া করতে রাজি নয়। তাইতো শুধু হেমতাবাদ ব্লক নয়, গোটা উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বিহার এবং শিলিগুড়ি থেকেও প্রচুর লোকের সমাগম হয় হেমতাবাদ ব্লকের বাংলাদেশ সীমান্তে। স্থানীয় বাসিন্দা আব্দুল হাবিদ বলেন, “কাটাতারের ওপারে থাকা পরিজনেদের সঙ্গে দেখা করতে গিয়ে এইভাবে হামলা মোটেই উচিৎ নয়। শিশুদেরকেও বাদ দেয়নি বিএসএফ।” অন্য এক বাসিন্দা হুসেন আলি বলেন, “আমরা এই ঘটনার চরম নিন্দা করছি। শুধু শিশু-মহিলাদেরকেও মারা হয়েছে।”

আরও পড়ুন- পিছু ছাড়ছে না বিতর্ক! ২০০ কোটির আর্থিক তছরুপ মামলায় ফের ইডির জিজ্ঞাসাবাদের মুখে নোরা

 

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...