দিনহাটায় তৃণমূলের সভায় উপচে পড়া ভিড়, নিশীথের বিরুদ্ধে তীব্র আক্রমণ উদয়নের

“নিশীথ প্রামাণিকের বাড়িতে শুধু বড় না, বড়-ছোট, মেজ অনেক চোর থাকে। ওর বাড়ি সমাজ বিরোধীদের আশ্রয়স্থল।” তৃণমূলের (TMC) জনসভায় এই অভিযোগ তুললেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। শুক্রবার বিকেলে দিনহাটা ২ব্লকের খট্টিমারি হাই স্কুলের মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nishith Pramanik) পদত্যাগের দাবিতে তৃণমূলের সভা হয়। দিনহাটা ২নম্বর ব্লকের বুড়িহাট ২নম্বর অঞ্চল তৃণমূলের ডাকে এই জনসভায় উদয়ন গুহ ছাড়াও ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, পার্থপ্রতিম রায়, দিনহাটা ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য-সহ অন্যান্য নেতৃত্বরা।

উদয়ন গুহ বলেন, “ডিসেম্বর মাসে বড় চোর ধরবে বলছে বিরোধী দলনেতা। ওকে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি বড় চোর ধরতে চান? তাহলে আপনি নিশীথ প্রামাণিকের বাড়িতে পৌঁছে যান। ওখানে শুধু বড় না, বড়-ছোট-মেজ অনেক চোর ওর বাড়িতে থাকে। অনেক সমাজবিরোধী ওর বাড়িতে থাকে। অপরাধীদের আশ্রয়স্থল। সেই আশ্রয় স্থলকে ভাঙতে হবে।” এদিনের সভায় উপচে পড়া ভিড় ছিল।

আরও পড়ুন- ফের BSF-এর জুলুমবাজি! হেমতাবাদের মিলনমেলায় লাঠিচার্জ

 

Previous articleফের BSF-এর জুলুমবাজি! হেমতাবাদের মিলনমেলায় লাঠিচার্জ
Next articleশুভেন্দুর দেহরক্ষীর রহস্যমৃ*ত্যু, হাইকোর্টে সোমবার মামলার শুনানি