Tuesday, August 26, 2025

ক্ষমতা থাকলে ইস্তফা দিন, উপনির্বাচনে লড়ে জিতে দেখান, অভিষেকের নিশানায় শিশির-দিব্যেন্দু

Date:

দু’বছর আগে এই ডিসম্বরেই দলবদল করে নিজের গায়ে গদ্দারের তকমা লাগিয়ে ছিলেন শুভেন্দু অধিকারী। তারপর থেকেই শুভেন্দুর বাবা শিশির অধিকারী এবং ভাই দিব্যেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়। ২০১৯ লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে কাঁথি থেকে শিশিরবাবু এবং তমলুক থেকে দিব্যেন্দু অধিকারী জিতেছিলেন। তৃণমূল বা সাংসদ পদ থেকে ইস্তফা না দিলেও অধিকারী পরিবারের এই দুই সাংসদকে বিজেপির মঞ্চে দেখা গিয়েছে।

ছেলে শুভেন্দু বিজেপি নেতা হওয়ার পর শিশির অধিকারী তো প্রকাশ্যেই তৃণমূলের সমালোচনা করতে শোনা গিয়েছে। বিধানসভা ভোটের আগে কাঁথির গোটা অধিকারী পরিবার বিজেপির হয়ে প্রচার করেছে। অমিত শাহের সভামঞ্চে দেখা গিয়েছে শিশিরবাবুকে। সম্প্রতি দলের হুইপ অমান্য করে রাষ্ট্রপতি নির্বাচনে বিধানসভার না এসে দিল্লিতে গিয়ে ভোট দেন শিশির-দিব্যেন্দু। কিন্তু নৈতিকতা বোধ থেকে নিজেদের সাংসদ পদে এখনও ইস্তফা দেননি তাঁরা। সেটা নিয়েই কাঁথির সভা থেকে অধিকারী পরিবারের দুই সাংসদ সদস্যকে খোঁচা দিলেন অভিষেক। বললেন, ন্যূনতম মূল্যবোধ থাকলে ইস্তফা দিন। কাঁথি, তমলুকে ফের নির্বাচন হোক। ক্ষমতা থাকলে বিজেপির টিকিটে জিতে আসুন। শান্তিকুঞ্জ থেকে ঢিলছোঁড়া দূরত্বে দাঁড়িয়ে শিশির-দিব্যেন্দুকে অভিষেকের কটাক্ষ, তৃণমূলের টিকিটে জিতে এসে বিজেপির সঙ্গে “কানামাছি খেলা” বরদাস্ত করা হবে না।

এদিন শিশির অধিকারী ও দিব্যেন্দুকে নিশানা করে অভিষেক বলেন, “আপনাদের যদি ন্যূনতম মূল্যবোধ থাকত, তাহলে বিজেপির মঞ্চে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ইস্তফাপত্রগুলি তুলে দিয়ে আসতেন। তৃণমূলের টিকিটে জিতে এসে বিজেপির সঙ্গে কানামাছি ভোঁ ভোঁ! এসব চলবে না। সাহস থাকলে ইস্তফা দিন। কাঁথি এবং তমলুকে উপনির্বাচন হোক। ক্ষমতা থাকলে উপনির্বাচনে জিতে আসুন। মেদিনীপুরের মানুষের উপর যদি ভরসা থাকে তাহলে উপনির্বাচনে জিতে আসুন।”

আরও পড়ুন:‘পদ্মভূষণ’ পেলেন গুগল সিইও সুন্দর পিচাই

 

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version