Monday, August 25, 2025

বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে দুরন্ত জয় পেল এটিকে মোহনবাগান। অ্যাওয়ে ম্যাচে সুনীল ছেত্রী ও রয় কৃষ্ণর যুগলবন্দি থামিয়ে বেঙ্গালুরু এফসি-কে হারাল জুয়ান ফেরান্দোর দল। দুর্দান্ত গোল করে সবুজ-মেরুনের জয়ের নায়ক অস্ট্রেলীয় বিশ্বকাপার দিমিত্রি পেত্রাতোস। দলের পঞ্চম জয়ে ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চার নম্বরেই থাকল জুয়ান ফেরান্দোর দল। বেঙ্গালুরু ৭ পয়েন্ট নিয়ে নামল ন’নম্বরে।

বেঙ্গালুরুর সুনীল ছেত্রী, রয় কৃষ্ণার যুগলবন্দি থামাতে সবুজ-মেরুন রক্ষণে সজাগ ছিলেন ব্রেন্ডন হ্যামিল, প্রীতম কোটাল, শুভাশিস বোসরা। মোহনবাগান ছাড়ার পর প্রথমবার পুরনো দলের বিরুদ্ধে মাঠে নামলেন কৃষ্ণা ও প্রবীর দাস। দু’জনেই বাড়তি উদ্যম নিয়ে খেলেন। আক্রমণে ঝাঁঝ বাড়িয়ে বার দু’য়েক গোলমুখ খুলে ফেলেছিল মোহনবাগান। কিন্তু শুভাশিসের সেন্টার থেকে হেডে বল জালে রাখতে পারেননি লিস্টন। বারবার বেঙ্গালুরুর অর্ধে অ্যাটাকিং থার্ডে আটকে যায় মোহনবাগানের আক্রমণ। বিরতির আগে বেঙ্গালুরু অধিনায়ক সুনীলও গোলের সুযোগ পেয়ে গিয়েছিলেন। কিন্তু সবুজ-মেরুন রক্ষণ সজাগ থাকায় গোলের দরজা খুলতে পারেনি ব্লুজরা।

দ্বিতীয়ার্ধে মোহনবাগানের আক্রমণে আরও ঝাঁঝ বাড়ে। দিমিত্রি ও বুমোসের যুগলবন্দিতে ৬৬ মিনিটে গোলের লকগেট খুলে ফেলে মোহনবাগান। বুমোসের পাস থেকে বিপক্ষের দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে অসাধারণ গোল করেন দিমিত্রি। কয়েক মিনিটের মধ্যে ম্যাচে সমতা ফেরানোর সুযোগ এসে গিয়েছিল বেঙ্গালুরুর কাছে। কিন্তু একা মোহনবাগান গোলরক্ষককে সামনে পেয়েও গোল করতে ব্যর্থ হন কৃষ্ণা।

আরও পড়ুন:ক‍্যামেরুন ম‍্যাচে হারের পর কী বললেন তিতে?

 

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version