Saturday, August 23, 2025

Madras High Court : মোবাইল নিয়ে মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা আদালতের

Date:

এবার থেকে মন্দিরে (Temple) আর মোবাইল (Mobile) নিয়ে প্রবেশ করা যাবে না। ধর্মীয় স্থানের শান্তি শৃঙ্খলা এবং পবিত্রতার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত আদালতের। মন্দিরের প্রবেশের আগে মোবাইল জমা দিয়ে যেতে হবে। তামিলনাড়ুর (Tamilnadu) কোনও মন্দিরেই আর মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে না। শুক্রবার মাদ্রাজ হাইকোর্টের (Madras High Court) তরফে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়।

দেশের মধ্যে বিভিন্ন মন্দিরে মোবাইলের ব্যবহার নিষিদ্ধ করা কোনও নতুন ঘটনা নয়। তবে এবার তামিলনাড়ুতে সম্পূর্ণভাবে মোবাইল নিয়ে মন্দির প্রবেশেই নিষেধাজ্ঞা জারি করল আদালত। নির্দেশ যাতে কার্যকরী হয় তার জন্য পর্যাপ্ত নিরাপত্তারক্ষী মোতায়নের কথাও বলা হয়েছে। মাদ্রাজ হাইকোর্টের ( Madras High Court) তরফে বলা হয়, মন্দির হল এমন একটি প্রতিষ্ঠান, যা প্রথাগতভাবে সকলের জীবনে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রয়েছে। এটা কেবল উপাসনার জায়গা নয়, মানুষের সংস্কৃতি, সামাজিক ও অর্থনৈতিক জীবনেরও অবিচ্ছেদ্য অংশ। মন্দিরের পবিত্রতা ও শান্তি বজায় রাখতে এবার থেকে রাজ্যের কোনও মন্দিরে মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে না। কমিশনার অব হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল এনডাওমেন্ট ডিপার্টমেন্ট, যারা তামিলনাড়ুর একাধিক মন্দিরের দেখভাল ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন, তাদের নির্দেশ দেওয়া হয়েছে মন্দিরে মোবাইল নিয়ে প্রবেশ বন্ধ করতে।

এই বিষয়ে তামিলনাডুর তিরুচেন্দুরের সুব্রমণ্য স্বামী মন্দির (Subramanya Swamy Temple in Tiruchendur) কর্তৃপক্ষের তরফে মাদ্রাজ হাইকোর্টের ( Madras High Court )কাছে পিটিশন জমা দেওয়া হয়েছিল। মন্দিরের ভিতরে যাতে মোবাইল ফোনের ব্যবহার বন্ধ করা যায় সেই বিষয়ে আদালতের হস্তক্ষেপ দাবি করেছিলেন তাঁরা।সেই আবেদনের ভিত্তিতেই শুক্রবার মাদ্রাজ হাইকোর্টে (Madras High Court) বিচারপতি আর মহাদেবন ও বিচারপতি জে সত্যনারায়ণ প্রসাদের ভিডিশন বেঞ্চের তরফে এই নির্দেশ দেওয়া হয়।

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version