Sunday, November 16, 2025

Madras High Court : মোবাইল নিয়ে মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা আদালতের

Date:

এবার থেকে মন্দিরে (Temple) আর মোবাইল (Mobile) নিয়ে প্রবেশ করা যাবে না। ধর্মীয় স্থানের শান্তি শৃঙ্খলা এবং পবিত্রতার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত আদালতের। মন্দিরের প্রবেশের আগে মোবাইল জমা দিয়ে যেতে হবে। তামিলনাড়ুর (Tamilnadu) কোনও মন্দিরেই আর মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে না। শুক্রবার মাদ্রাজ হাইকোর্টের (Madras High Court) তরফে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়।

দেশের মধ্যে বিভিন্ন মন্দিরে মোবাইলের ব্যবহার নিষিদ্ধ করা কোনও নতুন ঘটনা নয়। তবে এবার তামিলনাড়ুতে সম্পূর্ণভাবে মোবাইল নিয়ে মন্দির প্রবেশেই নিষেধাজ্ঞা জারি করল আদালত। নির্দেশ যাতে কার্যকরী হয় তার জন্য পর্যাপ্ত নিরাপত্তারক্ষী মোতায়নের কথাও বলা হয়েছে। মাদ্রাজ হাইকোর্টের ( Madras High Court) তরফে বলা হয়, মন্দির হল এমন একটি প্রতিষ্ঠান, যা প্রথাগতভাবে সকলের জীবনে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রয়েছে। এটা কেবল উপাসনার জায়গা নয়, মানুষের সংস্কৃতি, সামাজিক ও অর্থনৈতিক জীবনেরও অবিচ্ছেদ্য অংশ। মন্দিরের পবিত্রতা ও শান্তি বজায় রাখতে এবার থেকে রাজ্যের কোনও মন্দিরে মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে না। কমিশনার অব হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল এনডাওমেন্ট ডিপার্টমেন্ট, যারা তামিলনাড়ুর একাধিক মন্দিরের দেখভাল ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন, তাদের নির্দেশ দেওয়া হয়েছে মন্দিরে মোবাইল নিয়ে প্রবেশ বন্ধ করতে।

এই বিষয়ে তামিলনাডুর তিরুচেন্দুরের সুব্রমণ্য স্বামী মন্দির (Subramanya Swamy Temple in Tiruchendur) কর্তৃপক্ষের তরফে মাদ্রাজ হাইকোর্টের ( Madras High Court )কাছে পিটিশন জমা দেওয়া হয়েছিল। মন্দিরের ভিতরে যাতে মোবাইল ফোনের ব্যবহার বন্ধ করা যায় সেই বিষয়ে আদালতের হস্তক্ষেপ দাবি করেছিলেন তাঁরা।সেই আবেদনের ভিত্তিতেই শুক্রবার মাদ্রাজ হাইকোর্টে (Madras High Court) বিচারপতি আর মহাদেবন ও বিচারপতি জে সত্যনারায়ণ প্রসাদের ভিডিশন বেঞ্চের তরফে এই নির্দেশ দেওয়া হয়।

 

Related articles

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...

স্বামীর নামে ভুল! SIR ফর্ম হাতে পেয়েও অশান্তি, আত্মঘাতী মহিলা

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন...

ইডেনে হারের নেপথ্যে গম্ভীরের রণকৌশল! WTC তালিকাতেও পতন ভারতের

ইডেনে লজ্জার হার ভারতের(India)। পছন্দ মতো পিচ বানিয়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় অধরাই থাকল ভারতের(India)। টিম...

স্বামী-সন্তান ও শ্বশুরবাড়ির সদস্যদের নিয়ে অমৃতসরে মাতলেন কোয়েল

এই বছর দূর্গাপুজোয় মেয়েকে প্রথম প্রকাশ্যে এনেছিলেন কোয়েল মল্লিক(Koel Mallick)। ছেলে কবিরের সঙ্গে মিলিয়েই সাধ করে মেয়ের নাম...
Exit mobile version