প্রয়াত ভারত সেবাশ্রম সঙ্ঘের সহ সভাপতি স্বামী হিরন্ময়ানন্দ

উত্তরবঙ্গে জনজাতি সমাজে উন্নয়ন ও শিক্ষা বিস্তারে তাঁর বিশেষ অবদান রয়েছে। বহু ভক্ত রয়েছে প্রয়াত সঙ্ঘ সহ সভাপতি স্বামী হিরন্ময়ানন্দের।

৯৪ বছর বয়সে জীবনাবসান ভারত সেবাশ্রম সংঘের (Bharat Sevashram Sangha) সহ-সভাপতি স্বামী হিরন্ময়ানন্দ মহারাজের (Swami Hiranmayananda Maharaj)। শুক্রবার রাত সাড়ে বারোটা নাগাদ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রয়াত সঙ্ঘ সহ সভাপতির মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন বালিগঞ্জে (Ballygung) ভারত সেবাশ্রম সঙ্ঘের (Bharat Sevashram Sangha) প্রধান কার্যালয়ে। বিকেল ৪টে নাগাদ কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।

১৯৫৪ সালে ভারত সেবাশ্রম সঙ্ঘে যোগ দেন স্বামী হিরন্ময়ানন্দ। উত্তরবঙ্গে জনজাতি সমাজে উন্নয়ন ও শিক্ষা বিস্তারে তাঁর বিশেষ অবদান রয়েছে। বহু ভক্ত রয়েছে প্রয়াত সঙ্ঘ সহ সভাপতি স্বামী হিরন্ময়ানন্দের। সকাল থেকেই তারা উপস্থিত হচ্ছেন বালিগঞ্জ ভারত সেবাশ্রম সংঘে। তার প্রয়াণে শোকের ছায়া ভক্তদের মধ্যে।

 

Previous articleFIFA WC 2022 : মাঠেই মেজাজ হারিয়ে বচসায় জড়ালেন সিআর সেভেন
Next articleআজ থেকে শুরু শেষ ষোলোর লড়াই, ডাচদের সামনে আমেরিকা