Monday, December 29, 2025

শাকিব বুবলীর সম্পর্কে নতুন মোড় ; সমালোচনা পিছু ছাড়ছেনা

Date:

Share post:

খায়রুল আলম , ঢাকা : নাটকিয়তার শুরু চিত্রনায়িকা বুবলীর বেবি বাম্প দিয়ে। এর পর সামনে আসে ঢাকাইয়া সিনেমার নায়ক শাকিব খানের সঙ্গে বিয়ের খবর। সন্তান শেহজাদ খান বীরকে সামনে আনা, বিয়ের তারিখ জানানো।সন্তানের জন্মতারিখ ঘটা করেই প্রকাশ করেন বুবলী। তবে এসবের পরও অনেক প্রশ্ন পিছু ছাড়ছিল না বুবলীর। এর সঙ্গে যুক্ত হচ্ছিল সমালোচনা।

এমন নানা বিষয় নিয়ে রোববার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ৪১ মিনিটের একটি ভিডিও বার্তা দিয়েছেন অভিনেত্রী বুবলী। সেখানে তিনি শাকিব খান-অপু বিশ্বাসের সম্পর্ক ভাঙার কারণ যে তিনি নন, সেটি প্রমাণ করার চেষ্টা করেছেন। রোববার সন্ধ্যায় ৪১ মিনিটের একটি ভিডিও বার্তায় নানা বিষয়ে কথা বলেছেন অভিনেত্রী শবনম বুবলী। কারও বিরুদ্ধে অভিযোগ নয় বরং দর্শকদের মনে শাকিব-বুবলী ইস্যুতে যে প্রশ্নের উদয় হয়েছে, ভিডিও বার্তায় সেগুলোরই উত্তর দেয়ার চেষ্টা করেছেন অভিনেত্রী।
বুবলীর কথায় উঠে এসেছে ২০১৭ সালের ১০ এপ্রিলের আগে শাকিব খান-অপু বিশ্বাসের সম্পর্কের বিষয়টি না জানা, শাকিব-অপুর সন্তান জয়ের জন্মদিনে বুবলীর বেবি বাম্পের ছবি পোস্ট করার বিষয়, শাকিব খানের কাছ থেকে আর্থিক সহায়তা নেন কি না, বুবলীর জন্মদিনে শাকিব নাকফুল দিয়েছেন কি না, তাজমহলে শাকিব-বুবলীর ছবি দেয়ার কারণ।

ভিডিওর শেষে বুবলী তার সন্তান শেহজাদকে উদ্দেশ করে বলেন, ‘আমি এই কথাগুলো বলছি, না হলে ও হয়তো কখনও কোনো সময় ও (শেহজাদ খার বীর) প্রশ্ন করবে, মা তুমি তো কোনো কথা বলোনি কখনও।’ নিজের জায়গা থেকে আলোচিত বিষয়গুলো নিয়ে বুবলী তার অবস্থান পরিষ্কার করার চেষ্টা করলেও শাকিব খান নিশ্চুপ। তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। নানাভাবে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও ধরা দিচ্ছেন না তিনি। বুবলীর ভেরিফায়েড পেজে সোমবার পোস্ট করা ভিডিও বার্তায় একরকম স্পষ্ট হয়ে ওঠে বাচ্চাকে পরিচয় করিয়ে দেয়ার জন্য প্রায় তিন বছর অপেক্ষা করেও তা না পারার আক্ষেপ।
কোনোভাবে কেন হচ্ছিল না? কেন বুবলীকে প্রথমে বেবি বাম্পের ছবি প্রকাশ করতে হলো? এই ছবিটি কি শাকিব খানকে চাপে ফেলার জন্য? কেনই বা শাকিব খানকে চাপ দিতে হবে? দম্পতি হওয়ার পরও শাকিব-বুবলীকে একসঙ্গে কেন দেখা যায় না?

এমন নানা প্রশ্ন রয়ে গেছে দর্শক-ভক্তদের মনে। রোববার দেয়া ভিডিও বার্তায় বুবলী কিছু প্রশ্নের উত্তর দিলেও, এসব আলোচনা এখনও অন্ধকারেই রয়ে গেছে।

শুধু তা-ই নয়, বুবলীর জন্মদিনে শাকিব খান উপহার হিসেবে নাকফুল দিয়েছেন বলে জানিয়েছিলেন বুবলী। পরে শাকিব খান গণমাধ্যমে জানিয়েছিলেন, তিনি কোনো নাকফুল দেননি।

এ নিয়ে বুবলী সোমবারের ভিডিওতে বলেন, ‘স্বামী যদি স্ত্রীকে কোনো কিছু উপহার দেন এবং সেটি যদি প্রমাণ করতে হয়… এ নিয়ে কিছু বলতে চাই না। তার যেটা ভালো মনে হয়েছে, তিনি সেটা বলেছেন। এটা যদি আমি প্রমাণ করতে যাই, তাহলে তাকে অসম্মান করা হয়।’

স্বামী-স্ত্রীর কথার মধ্যে এত অমিল! কে সত্য বলছেন, তা এখনও অজানা। দর্শকদের প্রশ্ন, কেন তারা এমন করছেন?

শাকিব খান সব প্রশ্ন থেকে নিজেকে আড়াল করে রেখেছেন সন্তান ও বিয়ের খবর প্রকাশের পর থেকেই।

গত ৩০ সেপ্টেম্বর শাকিব-বুবলী একসঙ্গে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে বিয়ে ও সন্তানের খবর জনান। সেই পোস্টের পর শাকিব খানকে আর বুবলী ও শেহজাদ খান বীরকে নিয়ে কোনো পোস্ট দিতে দেখা যায়নি।

আরও পড়ুন:অভিষেক যাঁহা খাড়া হোতা হে, শুভেন্দুকা লাইন ওহি সে শুরু হোতা হ্যাঁয়: খোঁচা কুণালের

 

spot_img

Related articles

দলনেত্রীর নির্দেশে ২৯৪ কেন্দ্রের কো-অর্ডিনেটরের নাম ঘোষণা তৃণমূলের

২৬ ডিসেম্বরের ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন রাজ্যের সবক’টি বিধানসভা কেন্দ্রের কো-অর্ডিনেটরের নাম জানিয়ে দেওয়া হবে। সেই মতোই...

সংস্কার, গতিশীলতা ও সিদ্ধান্ত: ২০২৫-এ যে পথে ভারতের অর্থনীতি

গত পাঁচ বছরে বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিকূল ঘটনাবলী ক্রমশ বৃদ্ধি পাওয়ায় অস্থিরতা ও অনিশ্চয়তার এক পরিবেশের সৃষ্টি হয়েছে। ২০২৫-এ...

মঙ্গলে বাঁকুড়ায় মমতা, SIR আবহে নির্দেশের অপেক্ষায় নেতা-কর্মীরা

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্য জুড়ে যখন এসআইআর ঘিরে রাজনৈতিক উত্তাপ, ঠিক সেই আবহেই মঙ্গলবার...

বিশেষ সংশোধনীতে প্রবীণ ভোটারদের স্বস্তি! শুনানিতে হাজিরার বাধ্যবাধকতা নয় 

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া চলাকালীন প্রবীণ, গুরুতর অসুস্থ ও প্রতিবন্ধী ভোটারদের শুনানিতে হাজির হতে বাধ্য...