Sunday, January 11, 2026

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বার্তা মোবাইলে, প্রতারণার ফাঁদ এবার মেখলিগঞ্জে !

Date:

Share post:

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বার্তা মোবাইলে পাঠিয়ে প্রতারণার ফাঁদ এবার মেখলিগঞ্জে ! উত্তরবঙ্গে নতুন সংযোজন হল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার মেসেজ মোবাইলে পাঠিয়ে প্রতারণার ফাঁদ। কোচবিহার জেলার সীমান্তবর্তী মেখলিগঞ্জের  ঘটনা।

স্বাভাবিকভাবেই হঠাৎ করে আসা এই মেসেজের জন্য কিছু সময়ের জন্য হলেও ঘাবড়ে যাচ্ছেন সাধারণ মানুষ। এর সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করতে নির্দিষ্ট নম্বর দিয়ে সেই নম্বরে যোগাযোগ করতে বলা হচ্ছে বিদ্যুৎ উপভোক্তাকে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কথা শুনেই অনেকেই ফোন করছেন সেই নম্বরে। এরপর সেই নম্বর থেকে গ্রাহকদের বিদ্যুৎ সংযোগের কনজিউমার আইডি চেয়ে সঙ্গে সঙ্গে বাকি থাকা বিদ্যুৎ বিলের পরিমাণ জানানো হচ্ছে এবং মেসেজে একটি লিঙ্ক পাঠিয়ে নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে সার্ভিস চার্জ বাবদ ন্যূনতম কিছু টাকা (১০ থেকে ২০ টাকা) পেমেন্ট করতে বলা হচ্ছে। ওই পদ্ধতিতে গ্রাহক নিজের অ্যাকাউন্ট থেকে টাকা পেমেন্ট করলেই মুহূর্তে ফাঁকা হয়ে যাচ্ছে গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা।

এই ঘটনা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে চলে আসছে অনেকদিন থেকেই‌। কেউ কেউ এভাবে খুইয়েছেন নিজের কষ্টার্জিত লক্ষাধিক টাকা, তো আবার অনেকেই স্থানীয় বিদ্যুৎ দপ্তরে অফিসে যোগাযোগ করে রক্ষা পেয়েছেন এই প্রতারণার ফাঁদ থেকে।
মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধা বিদ্যুৎ অফিসের স্টেশন ম্যানেজার সায়ন্তন মল্লিক জানান, বিদ্যুৎ দপ্তর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার এই ধরনের কোনও মেসেজ ফোনে পাঠায় না। সুতরাং এই ধরনের মেসেজ উপভোক্তাদের এড়িয়ে যাওয়া উচিত। যদি কোনও জিজ্ঞাস্য থাকে তবে সরাসরি অফিসে এসে যোগাযোগ করা উচিত, অথবা অফিসের ল্যান্ডফোনে ফোন করতে পারেন।

spot_img

Related articles

‘হামলার’ প্রতিবাদে পথে শুভেন্দু: ‘জয় বাংলা’ স্লোগানে চিত্ত চাঞ্চল্য, কটাক্ষ তৃণমূলের

চন্দ্রকোনায় শনিবার রাতে এক নাটকীয় চিত্রনাট্য রচনা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ইস্যুকে হাতিয়ার করে কলকাতা শহরে...

ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শনে অভিষেক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একমাসেরও বেশি সময় ধরে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে উন্নত...

শুধু বাংলা নয়, কমিশনের ‘উদ্ভাবনী’ SIR-ভোগান্তিতে গোয়া: শুনানির নোটিশ নৌসেনা প্রধানকে

শুরু থেকেই SIR প্রক্রিয়া নিয়ে ভোগান্তির আর শেষ নেই! সাধারণ ভোটারদের ভোগান্তির অভিযোগ নতুন নয়, তবে এবার সেই...

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...