গ্রুপ C গ্রুপ D পদে অযোগ্য ৫০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার তলব সিবিআইয়ের

এঁরা প্রত্যেকেই মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা।

এসএসসিতে চাকরি পাওয়া গ্রুপ C, গ্রুপ D পদে অযোগ্য ৫০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার তলব করেছে সিবিআই। এঁরা প্রত্যেকেই মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, এঁদের জিজ্ঞাসাবাদ করে কীভাবে তাঁরা চাকরি পেয়েছিলেন। কত টাকা কাকে দিয়েছিলেন? কোনও প্রভাবশালীর মদত ছিল কি না, তা জানার চেষ্টা করবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা।

সোমবার CBI-এর বিশেষ তদন্তকারী দলের প্রধান কলকাতা হাইকোর্টে চাঞ্চল্যকর দাবি করেছেন যে, গ্রুপ C, গ্রুপ D, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণি মিলিয়ে প্রায় ২১ হাজার পদে দুর্নীতির তথ্য সামনে এসেছে। বিকৃত করা হয়েছে ৯ হাজার OMR শিট।

Previous articleআজ বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে নামছে স্পেন, মরক্কোকে সমীহ স্প্যানিশ কোচ এনরিকের
Next articleভূপতিনগরে বিস্ফোরণকাণ্ডের এনআইএ তদন্ত চেয়ে হাই কোর্টে মামলা দায়ের