Sunday, August 24, 2025

নদী ভাঙন নিয়ে দিল্লিতে দরবার : সর্বদলীয় প্রতিনিধিদল নিয়ে শুভেন্দুকে ফোন শোভনদেবের

Date:

নদী ভাঙনের সমস্যা নিয়ে দিল্লিতে দরবার করতে যাবে রাজ্যের প্রতিনিধি দল। সেখানে সবদলের প্রতিনিধিরা। সেখানে প্রথমে রাজি হয়েও, পরে পিছু হঠে বিজেপি (BJP)। এই বিষয়ে নিয়ে সর্বদল প্রতিনিধি দল গঠনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Shubhendu Adhikari) ফোন করেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chatterjee)।

বিধানসভায় গৃহীত প্রস্তাব অনুযায়ী, পরিষদীয় মন্ত্রীর নেতৃত্বে সরকারপক্ষের ৫ এবং বিরোধীপক্ষের ৪ বিধায়কের প্রতিনিধি দল গঠন করে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করতে যাওয়ার কথা। মঙ্গলবার, বিধানসভায় পরিষদীয় মন্ত্রী জানান, বিজেপির তরফে ওই প্রতিনিধি দলে কোন কোন বিধায়ক থাকবেন তা জানতেই তিনি বিরোধী দলনেতাকে ফোন করেছিলেন তিনি। বিরোধী দলনেতা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে তিনি জানান।

বিধানসভার শীতকালীন অধিবেশনে তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষ ‘বাংলার বকেয়া আদায়’ নিয়ে প্রস্তাব পেশ করেছিলেন। সেই প্রস্তাব গৃহীত হয়। বলা হয়, বাংলার উন্নয়নের স্বার্থেই বকেয়া আদায় করতে শাসক এবং বিরোধীদের একসঙ্গে দিল্লি যেতে হবে।

বিরোধীদের কারা যাবেন, তা জানতেই শোভনদেব ফোন করেছিলেন শুভেন্দুকে। তিনি জানান, দিল্লির কাছে রাজ্য সরকার আনুষ্ঠানিক ভাবে যে প্রস্তাব জমা দিতে চাইছে বিরোধী দলনেতা সেই প্রস্তাবটি তাঁদের কাছে পাঠাতে বলেছেন। প্রস্তাব পাঠালেই একদিনের মধ্যে নিজেদের চূড়ান্ত মতামত জানিয়ে দেবেন বলে জানিয়েছেন শুভেন্দু। আবাস যোজনা, সড়ক যোজনা, জল মিশন প্রকল্প এবং GST থেকে রাজ্যের প্রাপ্য ইতিমধ্যেই মিটিয়েছে কেন্দ্র। এবার বাকি বিপুল পরিমাণ বকেয়া আদায়ে উদ্যোগী রাজ্য।

 

Related articles

লুটের অস্ত্রে ছিনতাই, ডাকাতি! ভোটের আগে বাংলাদেশে অরাজকতা ঠেকাতে ব্যর্থ

এক বছর আগে সরকারের পালা বদলের সময়ে গোটা বাংলাদেশ জুড়ে ন্যায়ের শাসক কার্যত উড়ে গিয়েছিল। সেই সুযোগে চট্টগ্রামের...

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...
Exit mobile version