Tuesday, August 26, 2025

কাটল না জটিলতা, এবার আমরণ অনশনে (Hunger strike) সামিল হতে চলেছেন কলকাতা মেডিক্যাল কলেজের (Calcutta Medical College)পড়ুয়ারা। বৃহস্পতিবার থেকে এই আন্দোলন শুরু হবে বলে জানিয়েছেন তাঁরা। মঙ্গলবার গভীর রাতে ঘেরাও তুলে নেন আন্দোলনরত পড়ুয়ারা। যদিও ঘেরাও তোলা হলেও তাঁরা কিন্তু আন্দোলনের পথ থেকে সরে যাচ্ছেন না বলে আগেই জানিয়েছিলেন। পড়ুয়ারা (Medical Students)বলছেন, বুধবার ৭ ডিসেম্বর দুপুর দুটো পর্যন্ত কর্তৃপক্ষকে সময় দেওয়া হয়েছিল । তাঁদের দাবি ছিল আগামী ২২ ডিসেম্বর কলেজের ছাত্র সংসদের নির্বাচনের বিধি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (Standard Operating Procedures) ঘোষণা করতে হবে। সেইমতো আজ বুধবার দুপুরে তাঁরা অধ্যক্ষের (Principal)ঘরে গেলে সেখানে কেউ ছিলেন না বলে অভিযোগ। এমনকি এমএসভিপি – এর সঙ্গেও দেখা করতে পারেন নি তাঁরা। এরপরই বিক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা এবং স্পষ্ট ভাবে জানিয়ে দেন যে আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকেই আমরণ অনশনে (Hunger strike) বসতে চলেছেন তাঁরা।

উল্লেখ্য গত সোমবার বিকেলে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ (Medical College Authority)আপাতত নির্বাচন হচ্ছে না বলে জানিয়ে দেন। এরপরেই পূর্ব নির্ধারিত ২২ ডিসেম্বর নির্বাচন চেয়ে পড়ুয়ারা কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং বিভিন্ন বিভাগীয় প্রধানদের ঘেরাও করেন। সাময়িকভাবে হাসপাতালের পরিষেবা প্রদান কিছুটা বাধাপ্রাপ্ত হলেও তা সামলে নেওয়া হয়ে বলে জানান হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডা: সুদীপ্ত রায়। মঙ্গলবার বিকেলে নার্সিং সুপার এবং ৩ জন শিক্ষিকাকে ছেড়ে দিলেও বাকিদের প্রশাসনিক ব্লকে আটকে রাখার অভিযোগ উঠেছিল পড়ুয়াদের বিরুদ্ধে। কিন্তু মঙ্গলবার গভীর রাতে ওই ব্লকের গেট খুলে দেওয়া হয়। মেডিক্যাল কলেজের অধ্যক্ষ-সহ বিভাগীয় প্রধানকে ছেড়ে দেন তাঁরা। বুধবার সকাল থেকেই বিভাগীয় প্রধানরা পুনরায় রোগী দেখা শুরু করেন। তবে তাঁরা আশঙ্কা প্রকাশ করে জানান, আন্দোলনকারীরা আমরণ অনশনে বসলে হাসপাতালের চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামিকাল পরিস্থিতি ঠিক কোন দিকে এগোয় এখন সেটাই দেখার।

 

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version