Monday, January 12, 2026

রাজতন্ত্রের প্রতিবাদে রাজা চার্লসকে ডিম ছুড়ে মারল ব্রিটিশ যুবক

Date:

Share post:

রানি এলিজাবেথের(Queen Elizabeth) মৃত্যুর পর রাজা হিসেবে ব্রিটেনের(Britain) মসনদে বসেছেন রাজা তৃতীয় চার্লস(King Charles 3)। তবে রাজা হিসেবে তার নাম ঘোষণার পর থেকেই ক্ষোভে ফুঁসছে ব্রিটেনের জনগণ। এবার তারই বহিঃপ্রকাশ ঘটল প্রকাশ্যে রাস্তায়। রীতিমতো হেনস্তা করা হলো ব্রিটেনের রাজাকে। মঙ্গলবার এক অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় রাজা তৃতীয় চার্লসকে ডিম ছুড়ে মারলেন এক যুবক। চলতি মাসে এই নিয়ে দ্বিতীয় বার ডিম ছুড়ে মারা হলো ব্রিটেনের সর্বাধিনায়ককে। যদি সঙ্গে সঙ্গে অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করে পুলিশ।

রানি এলিজাবেথের মৃত্যুর পর গোটা ব্রিটেন জুড়ে সফর করছেন নতুন রাজা চার্লস। মঙ্গলবার লন্ডন থেকে সামান্য দূরে লুটনে জনসংযোগ করছিলেন তিনি। সেই সময়েই ভিড়ের মধ্যে থেকে এক ব্যক্তি চার্লসকে লক্ষ্য করে ডিম ছোড়ে। যদিও সেটা রাজার গায়ে লাগেনি। তবে ঘটনার পরই তৎপর হয়ে ওঠে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ গ্রেপ্তার করা হয় বছর কুড়ির ওই যুবককে। এই ঘটনার শুরুতে হকচকিয়ে গেলেও পরে অবশ্য স্বাভাবিকভাবে জনসংযোগে নামেন রাজা।

উল্লেখ্য, ব্রিটেনের রাজ পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সরব সেখানকার সাধারণ মানুষ। তাদের দাবি, রাজতন্ত্রকে দেশ থেকে নির্মূল করা হোক। রাজপরিবারের ভরণপোষণ করতে দেশের অর্থনীতির উপরে চাপ পড়ে বলেই মত জনতার একাংশের। ৭০ বছর ধরে রাজত্ব করার পরে যখন এলিজাবেথের মৃত্যু হয়েছে, তারপর থেকেই নতুন করে রাজতন্ত্রের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। রাস্তায় নেমে মিছিল করে রাজতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন সাধারণ মানুষ। তারই ফলস্বরূপ এক মাসে দ্বিতীয়বার ডিম ছোড়া হলো রাজাকে লক্ষ্য করে।

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...