Tuesday, December 16, 2025

রাজতন্ত্রের প্রতিবাদে রাজা চার্লসকে ডিম ছুড়ে মারল ব্রিটিশ যুবক

Date:

Share post:

রানি এলিজাবেথের(Queen Elizabeth) মৃত্যুর পর রাজা হিসেবে ব্রিটেনের(Britain) মসনদে বসেছেন রাজা তৃতীয় চার্লস(King Charles 3)। তবে রাজা হিসেবে তার নাম ঘোষণার পর থেকেই ক্ষোভে ফুঁসছে ব্রিটেনের জনগণ। এবার তারই বহিঃপ্রকাশ ঘটল প্রকাশ্যে রাস্তায়। রীতিমতো হেনস্তা করা হলো ব্রিটেনের রাজাকে। মঙ্গলবার এক অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় রাজা তৃতীয় চার্লসকে ডিম ছুড়ে মারলেন এক যুবক। চলতি মাসে এই নিয়ে দ্বিতীয় বার ডিম ছুড়ে মারা হলো ব্রিটেনের সর্বাধিনায়ককে। যদি সঙ্গে সঙ্গে অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করে পুলিশ।

রানি এলিজাবেথের মৃত্যুর পর গোটা ব্রিটেন জুড়ে সফর করছেন নতুন রাজা চার্লস। মঙ্গলবার লন্ডন থেকে সামান্য দূরে লুটনে জনসংযোগ করছিলেন তিনি। সেই সময়েই ভিড়ের মধ্যে থেকে এক ব্যক্তি চার্লসকে লক্ষ্য করে ডিম ছোড়ে। যদিও সেটা রাজার গায়ে লাগেনি। তবে ঘটনার পরই তৎপর হয়ে ওঠে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ গ্রেপ্তার করা হয় বছর কুড়ির ওই যুবককে। এই ঘটনার শুরুতে হকচকিয়ে গেলেও পরে অবশ্য স্বাভাবিকভাবে জনসংযোগে নামেন রাজা।

উল্লেখ্য, ব্রিটেনের রাজ পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সরব সেখানকার সাধারণ মানুষ। তাদের দাবি, রাজতন্ত্রকে দেশ থেকে নির্মূল করা হোক। রাজপরিবারের ভরণপোষণ করতে দেশের অর্থনীতির উপরে চাপ পড়ে বলেই মত জনতার একাংশের। ৭০ বছর ধরে রাজত্ব করার পরে যখন এলিজাবেথের মৃত্যু হয়েছে, তারপর থেকেই নতুন করে রাজতন্ত্রের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। রাস্তায় নেমে মিছিল করে রাজতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন সাধারণ মানুষ। তারই ফলস্বরূপ এক মাসে দ্বিতীয়বার ডিম ছোড়া হলো রাজাকে লক্ষ্য করে।

spot_img

Related articles

ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া-রাহুলের বিরুদ্ধে ইডির যুক্তিই শুনলই না আদালত

ন্যাশনাল হেরাল্ড (National Herald) সংক্রান্ত অর্থপাচার মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দায়ের করা চার্জশিটে কোনও পাত্তাই দিল না দিল্লির...

মেসির অনুষ্ঠানের বিশৃঙ্খলা: নিরপেক্ষ তদন্তের স্বার্থে ইস্তফার ইচ্ছে প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি ক্রীড়ামন্ত্রীর

যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলায় রাজ্য সরকারের কড়া পদক্ষেপের পরেই ক্রীড়ামন্ত্রী পদে অরূপ বিশ্বাসের (Arup Biswas) ইস্তফার...

কঠোর পদক্ষেপ আমলাদের বিরুদ্ধেও, শো-কজ ক্রীড়া দফতরের সচিবকে

যুবভারতীতে মেসি কাণ্ডে নজিরবিহীন পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবারই মুখ্যমন্ত্রী গঠিত কমিটি সিট গঠনের পরামর্শ দেয়। সেই কমিটির...

ঝঞ্ঝা কাঁটায় উর্ধ্বমুখী পারদ, সপ্তাহজুড়ে বঙ্গে শীতের লুকোচুরি! 

ডিসেম্বরের প্রথম থেকে যেভাবে জাঁকিয়ে শীত (Winter) পড়ার আভাস মিলেছিল, দ্বিতীয় সপ্তাহ শেষ হতে না হতেই সবটাই বিফলে...