বিশ্বকাপের মঞ্চে এখন একটাই নাম রামোস! জানেন তাঁর পরিচয় ?

সেখানে গঞ্জালো রামোস! বিশ্বকাপের মতো মঞ্চে রোনাল্ডোর পরিবর্তে নেমে হ্যাটট্রিক করলেন তিনি।

বিশ্বকাপের প্রথম একাদশে সুযোগ। ভাবার সময় ছিল না। গ্যালারিতে তখন প্রায় ৮২ হাজার দর্শক গর্জন করছে। কেন জানেন? তাঁরা, রোনাল্ডোকে দেখতে এসেছেন। অন্য কাউকে নয়।

সেখানে গঞ্জালো রামোস! বিশ্বকাপের মতো মঞ্চে রোনাল্ডোর পরিবর্তে নেমে হ্যাটট্রিক করলেন তিনি। পর্তুগাল জিতল ৬-১-এর বিরাট ব্যবধানে। একাধিক রেকর্ডও গড়লেন রামোস।

নিশ্চয়ই ভাবছেন ‌কে এই গঞ্জালো রামোস ? ক্লাব ফুটবলে ইপিএলের বেনফিকার হয়ে খেলেন রামোস।  রোনাল্ডোর পরিবর্তে কোচ ফার্নান্দো স্যান্টোস নামিয়ে দেন তাঁকে। কাতার বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করে ইতিহাসে নাম লিখিয়ে ফেলেছেন রামোস।

প্রসঙ্গত: ২০০২ সালে বিশ্বকাপে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে রেকর্ড গড়েছিলেন জার্মানির মিরস্লাভ ক্লোজে। এরপর বিশ্বকাপের অভিষেকে কোনও ফুটবলার হ্যাটট্রিক করতে পারেননি। সেই রেকর্ড ভাঙলেন রামোস।

পেলের পর সবথেকে কম বয়সে বিশ্বকাপে রেকর্ড রামোসের। ২১ বছরে বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন তিনি।

১৯৯০ বিশ্বকাপে শেষবার প্রি-কোয়ার্টার ফাইনালে হ্যাটট্রিক হয়েছিল। এরপর এই প্রথম বিশ্বকাপে প্রি-কোয়ার্টার ফাইনালে হ্যাটট্রিক রামোসের।
সবমিলিয়ে বিশ্বকাপের মঞ্চে সব ওলোটপালট করে দিয়ে নজড় কাড়লেন রামোস।

Previous articleখেলতে গিয়ে ৪০০ ফুট গভীর কুয়ো পড়ল শিশু! মর্মান্তিক দুর্ঘটনা মধ্যপ্রদেশে
Next articleকেন প্রথম একাদশে ছিলেন না রোনাল্ডো? ব্যাখ্যা দিলেন সাহসী পর্তুগাল কোচ