Thursday, August 28, 2025

গুজরাটে জয়ের রেকর্ড বিজেপির, রাজ্যবাসীকে ধন্যবাদ মোদির

Date:

গুজরাটে(Gujrat) জয়ের রেকর্ড গড়ল বিজেপি(BJP)। একটানা ৭ বার জয়ের পাশাপাশি এবারের নির্বাচনে সর্বাধিক আসনে জয়ের রেকর্ড গড়ল গেরুয়া শিবির। বৃহস্পতিবার নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসার পর দেখা যায় ১৮২ আসন বিশিষ্ট গুজরাটে ১৫৬ আসনে জয় পেয়েছে পদ্ম। অন্যদিকে মাত্র ১৭ আসন পেয়েছে কংগ্রেস(Congress)। প্রথমবার এখানে নির্বাচনে লড়ে ৫টি আসন পেয়েছে আপ(AAP), অন্যান্যরা ৪ আসন। জয় নিশ্চিত হতেই বেলার দিকে গুজরাট বিজেপি প্রধান সিআর পাতিল এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। দুই জনকে অভিনন্দন জানানোর পাশাপাশি। নিজের রেকর্ড ভাঙায় আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।

এর আগে পর্যন্ত গুজরাটে সর্বাধিক আসনে জয়ের রেকর্ড ছিল কংগ্রেসের। ১৯৮৫ সালে মাধবসিংহ সোলাঙ্কির নেতৃত্বে ১৪৯টি আসনে জয় পেয়েছিল কংগ্রেস।এতদিন বিজেপির সর্বাধিক আসন সঙ্খ্যা ছিল ১২৭। তবে এদিন নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসার পর দেখা যায় অতীতের সব রেকর্ড ভেঙে ১৫৬ আসনে জয় পেয়েছে গেরুয়া শিবির। পাশাপাশি রেকর্ড গড়ে সপ্তমবার গুজরাটে ক্ষমতায় বিজেপি। নিজ রাজ্যে বিজেপির এই জয়ের পর টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, “ধন্যবাদ গুজরাট। আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি। জনগণ উন্নয়নের রাজনীতিকে আশীর্বাদ করেছে। এই উন্নয়নকে আরও গতিশীল করতে চায় বলে আকাঙ্ক্ষা প্রকাশ করেছে আম জনতা। আমি গুজরাটের জনশক্তিকে প্রণাম করি।” জানা যাচ্ছে আগামী ১২ ডিসেম্বর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ভূপেন্দ্র প্যাটেল। সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version