Sunday, May 4, 2025

‘ক্রোয়েশিয়ার মাঝমাঠ যথেষ্ট আক্রমণাত্মক’, কোয়ার্টার ফাইনালে নামার আগে বললেন তিতে

Date:

শুক্রবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নামছে ব্রাজিল। নেইমারদের মুখোমুখি হবে গত বিশ্বকাপের রানার্স আপ ক্রোয়েশিয়া। লুকা মদ্রিচদের হারিয়ে সেমিফাইনালের টিকিট পাঁকা করতে মরিয়া সেলেকাওরা।

শুক্রবার সামনে ক্রোয়েশিয়া। এই ম‍্যাচ নিয়ে ব্রাজিলের কোচ তিতে বলেন, ওদের মধ্যে ব্যক্তিগত ও সমষ্টিগত দক্ষতা রয়েছে। ওদের মধ্যে কঠোরতা ও ধৈর্য রয়েছে, যা তাদের খেলাকে এক উচ্চতর জায়গায় নিয়ে যায়। আর সেই জায়গায় যাওয়া অত্যন্ত জরুরি। আমার ফোকাস হল নিজেদের কৌশলকে কাজে লাগানো এবং ব্রাজিলিয়ান দলের জন্য সেরা খেলা উপহার দেওয়া। ওদের টেকনিক্যাল জ্ঞান অনেক ভাল। ব্যক্তিগত নৈপুণ্য রয়েছে। আমরা আগের ম্যাচে যে ভাবে খেলেছি, সেটাই বজায় রাখতে চাই। যারা ভাল খেলবে তারাই জিতবে।”

ক্রোয়েশিয়ার অন্যতম বড় ভরসা হিসেবে রয়েছেন লুকা মদ্রিচ। তবে শুধু মদ্রিচ নয়, গোটা ক্রোয়েশিয়া দলকে নিয়ে ভাবছেন ব্রাজিলিয়ান কোচ। এই নিয়ে তিনি বলেন, “শুধু মদ্রিচ নয়, ক্রোয়েশিয়ার মাঝমাঠ যথেষ্ট আক্রমণাত্মক। আমাদের শুধু কম্বিনেশন নিয়ে ভাবলে হবে না, মার্কিংয়েও জোর দিতে হবে। আমরা আমাদের কৌশল শেয়ার করব না। আমরা ওদের খেলা জানি আর আমাদের সেই মত খেলতে হবে।”

হাসপাতালে ভর্তি ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে পেলের সুস্থতা কামনা করেন তিতে। তিনি বলেন, “আমি পেলের সুস্থতা কামনা করছি। উনি আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। ওনার ব্যক্তিত্বের মাধ্যমে এই বিশ্বকাপটি চলছে, যেখানে একতা, সৌহার্দ্যতা ও সুসম্পর্কের মাধ্যমে বিভেদ দূরে সরছে।”

এদিকে দলের রক্ষণ ভাগের অন্যতম ভরসা অ্যালেক্স স্যান্ড্রো বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনিশ্চিত, একথা জানিয়ে দেন তিতে। স্যান্ড্রো সুইজারল্যান্ড ম্যাচে কোমরের পেশিতে চোট পেয়েছিলেন। সেই চোট থেকে তিনি এখনো পুরোপুরি সেরে ওঠেননি। তবে তিতে জানিয়েছেন অনুশীলন দেখে তিনি শেষ সিদ্ধান্ত নেবেন।

আরও পড়ুন:কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হল স্পেনের হেড কোচ এনরিকেকে 

 

 

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version