Monday, August 25, 2025

জামিন পাওয়ার পর হেনস্থা, ওয়ারেন্ট ছাড়াই ফের গ্রেফতার সাকেত গোখলে

Date:

জামিন (Bail) পাওয়ার পর ফের গ্রেফতার করা হল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে (Saket Gokhale) । কোনও রকমের ওয়ারেন্ট ছাড়াই তাঁকে হেনস্থা করে ফের গ্রেফতার (Arrest) করা হয় বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই প্রসঙ্গ উল্লেখ করে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন (Derek o Brayen)একটি টুইট করেন।

৪৮ ঘন্টার ব্যবধানে ফের গ্রেফতার করা হল তৃণমূলের (AITC) সর্বভারতীয় মুখপাত্রকে। আহমেদবাদে সাইবার থানা (Cyber Police Station) থেকে বেরোনোর পথে তাঁকে গ্রেফতার করা হয়। কোনও নোটিশ কোনও ওয়ারেন্ট ছিল না, তা সত্ত্বেও কেন গ্রেফতার প্রশ্ন তুলেছেন ডেরেক ও ব্রায়েন (Derek o Brayen) । গ্রেফতার হওয়ার মুহূর্তে সাকেত বলেন মোদি সরকারের উদ্দেশ্য প্রণোদিত এই গ্রেফতারি। কার্যত প্রতিহিংসার রাজনীতি করছে নমো সরকার এই ঘটনা থেকে তা একেবারেই তা স্পষ্ট মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ঠিক কোন কারণের জন্য তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্রকে ফের গ্রেফতার করা হল তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। একাধিক ফলস কেসে সাকেতকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের লোকসভা এবং রাজ্যসভার সংসদরা গুজরাট যাচ্ছেন বলে খবর।

এর আগে মৌরবীতে ব্রিজ ভেঙে পড়েছিল। তা নিয়েই টুইট করেছিলেন সাকেত। সেখানে লেখা হয়েছিল প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে ৩০ কোটি খরচ হয়েছে। এনিয়ে সংবাদপত্রের কাটিং ও আরটিআইয়ের জবাব উল্লেখ করা হয়েছিল। গ্রেফতার হওয়ার পরে তৃণমূলের মুখপাত্র গোখলে জানিয়েছেন, ওরেভা কোম্পানির মালিক যাকে মৌরবি ব্রিজের দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে গ্রেফতার করা হয়নি। কিন্তু আসল তথ্য তুলে ধরে প্রতিবাদ করায় গ্রেফতার করা হয় সাকেত গোখলেকে। এটা প্রহসন ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছিলেন তিনি। ফের একবার প্রতিহিংসার রাজনীতি করেই সাকিবকে গ্রেফতার করা হল বলে ইতিমধ্যেই তৃণমূলের তরফ থেকে ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে।

 

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version