মালদার শেখ ইয়াসিন (Sheikh Yaseen) তৃণমূল কংগ্রেসে (TMC) যোগদান করেছেন কিনা তা নিয়ে ক্রমশই জল্পনা বাড়ছিল। এই বিষয়ে এবার দলের অবস্থান স্পষ্ট করে দিলেন তৃণমূল কংগ্রেসের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ (Kunal Ghosh)। বৃহস্পতিবার এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুণাল বলেন, শেখ ইয়াসিন তৃণমূলে যোগ দিয়েছেন এমন কোনও খবর আমাদের কাছে নেই। আমাদের দলে যোগ দেওয়ার একটা নির্দিষ্ট একটা পদ্ধতি আছে। সেটা ওই ভাবে কারও বাড়ি থেকে হয় না। ফলে শেখ ইয়াসিন আমাদের দলে যোগ দিয়েছেন বলে আমাদের কাছে কোনও খবর নেই। এভাবে দলে যোগদান রাজ্য নেতৃত্ব অনুমোদন করে না।
