Friday, November 14, 2025

রাজ্যপালকে আচার্য পদ থেকে সরাতে বিল পেশ কেরল বিধানসভায়

Date:

দীর্ঘদিন ধরেই রাজ্য-রাজ্যপাল সংঘাত জারি রয়েছে বাম শাসিত কেরলে(Kerala)। এহেন পরিস্থিতির মাঝেই কেরলের রাজ্যপাল আরিফ খানকে(Arif Khan) বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে সরাতে বিধানসভায় বিল পেশ করল পিনারাই বিজয়নের(Pinarai Vijayan) সরকার। আরিফ মহম্মদ খানকে আচার্য পদ থেকে পদত্যাগের বিষয়ে পূর্বেই অর্ডিন্যান্স জারি করেছিল রাজ্য সরকার। তবে সে বিষয়ে রাজ্যপালের তরফে কোনরকম পদক্ষেপ দেখা না যাওয়ায় কেরল সরকারের তরফে ৯ দিনব্যাপী বিশেষ অধিবেশন ডাকা হল বিধানসভায়। সেখানেই পেশ করা হয়েছে এই বিল।

বুধবার কেরল বিধানসভায় এই বিলটি পেশ করেন কেরালার আইনমন্ত্রী পি. রাজীব। বিল উপস্থাপনের সময় বিধানসভার বিরোধী দলনেতা তথা কেরালা কংগ্রেসের নেতা ভি.ডি. সতীসান বলেন, এই বিলে আচার্য পদে বসার জন্য প্রয়োজনীয় যোগ্যতার কথা উল্লেখ নেই। বিলটির তীব্র বিরধিতা করা হয় কংগ্রেসের তরফে। জানা গিয়েছে, এই বিলটি বিবেচনার জন্য সাবজেক্ট কমিটির কাছে পাঠানো হবে। এরপর আগামী ১৩ ডিসেম্বর বিলটি পুনরায় ফিরে আসবে বিধানসভায়। বিরোধী বেঞ্চের ৪১ জন সদস্যের তুলনায় ট্রেজারি বেঞ্চে থাকা (স্পিকার ব্যতীত) ৯৮ জন সদস্যের সম্মতিতে অবিলম্বে বিলটি পাস হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

এরপর সেটি পাঠানো হবে রাজ্যপাল আরিফ মহম্মদ খানের কাছে। কারণ বিধানসভার নিয়ম অনুসারে, সমস্ত বিল আইনে পরিণত হতে গেলে রাজ্যপালের স্বাক্ষর প্রয়োজন। তবে, ইতিমধ্যেই রাজ্যপাল জানিয়েছেন যে, এমন কোনও সিদ্ধান্ত তিনি নেবেন না যেখানে তিনি নিজেই উদ্বিগ্ন হতে পারেন। তাই তিনি বিলটি পাঠাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version