Thursday, August 21, 2025

দূষণের নিরিখে একে অপরকে টেক্কা দিল্লি-কলকাতার! নয়া রিপোর্টে বাড়ছে উদ্বেগ

Date:

বায়ুদূষণে (Air Pollution) এবার দিল্লিকে (Delhi) ছুঁতে চলেছে শহর কলকাতা (Kolkata)। এমনকী কলকাতার বেশকিছু জায়গার দূষণের মাত্রা রাজধানী শহরের থেকেও বেশি। সম্প্রতি এমনই ভয়াবহ তথ্য উঠে এল ন্যাশনাল এয়ার কোয়ালিটি ইনডেক্স-এর (National Air Quality Index) পরিসংখ্যানে। দূষণের নিরিখে ১ নম্বরে রয়েছে দিল্লি। তারপরই রয়েছে কলকাতা।

ইতিমধ্যে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (State Pollution Control Board) তরফে জানানো হয়েছে, দূষণ কমাতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সারা বছর AQI ২০০-এর আশপাশে ঘোরাফেরা করলেও, শীতের সময় দূষণের মাত্রা দ্বিগুণ বাড়ে। গত ২ দিনে, কলকাতার অধিকাংশ জায়গায় দেখা যাচ্ছে, AQI ৩০০-এর ওপরে। যা অত্যন্ত উদ্বেগের। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের তথ্য অনুযায়ী, বালিগঞ্জে শুক্রবার AQI-এর মাত্রা ছিল ৩০৪, বিধাননগরে ছিল ৩০৩, যাদবপুরে শুক্রবার AQI-এর মাত্রা ৩১০-এ পৌঁছয়। পাশাপাশি কলকাতার রবীন্দ্র সরোবরে শুক্রবার AQI ছিল ২৫৫ এবং ভিক্টোরিয়ায় ছিল ৩২৩।

তবে শুধু কলকাতাই নয়, কলকাতার বাইরেও পরিস্থিতি উদ্বেগের। হাওড়ার (Howrah) ঘুসুরিতে, AQI-এর মাত্রা ৩৪৪। তবে শীত বাড়তেই দূষণ নিয়ে বাড়তি সতর্ক কলকাতা পুরসভা (KMC)। বায়ুদূষণ রুখতে সবুজায়নে জোর দিয়েছে কলকাতা পুরসভা। পুরসভার ক্ষমতায় সবটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় সেটা ভালই বুঝেছেন পুর আধিকারিক থেকে মেয়র পারিষদরা। আর সেকারণেই শহরের সবুজায়নে বেসরকারি সংস্থাকে আহ্বান মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim)।

 

 

Related articles

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় প্রাইম টাইমে ৪ বাংলা ছবি, স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...
Exit mobile version