Monday, August 25, 2025

লক্ষ্মীর ভাণ্ডার কারা কারা পান? কুণালের প্রশ্নে ‘হাত উঠল’ দর্শকাসনের সকল মহিলার

Date:

তৃণমূল সরকারের জনমুখী প্রকল্পের সুবিধাভোগী রাজ্যের প্রত্যন্ত গ্রামের সকল শ্রেণীর মানুষ। আর এটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার অন্যতম কারণ। শনিবার তারই প্রমাণ মিলল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের(Kunal Ghosh) জনসভায়। শনিবার পূর্ব মেদিনীপুরের রামনগরের দেপাল গ্রামে তৃণমূলের(TMC) চাঁটাই বৈঠক উপস্থিত হয়েছিলেন কুণাল ঘোষ। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকারের জনমুখী প্রকল্প-গুলির কথা তুলে ধরছিলেন তিনি। সেখানেই কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথীর পাশাপাশি তুলে ধরেন লক্ষ্মীর ভান্ডারের কথা। মঞ্চ থেকে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে কুণাল প্রশ্ন করেন কারা কারা এখানে লক্ষ্মীর ভাণ্ডার পান? হাত তুলুন। দেখা যায় দর্শকআসনে থাকা সকল মহিলা একত্রে হাত তুলেছেন। যা দেখে রীতিমতো খুশি হন তৃণমূল নেতা(TMC Leader)।

এদিনের সভায় কেন্দ্রের তরফে ব্যাঙ্কের সুদ কমানো, তেলের দাম বৃদ্ধি, কৃষক-শ্রমিক সকলের সমস্যা সৃষ্টিকারি বিজেপি সরকারের জনবিরোধী নীতিগুলি তুলে ধরেন কুণাল ঘোষ। পাশাপাশি বলেন, তৃণমূল সরকারের জনমুখী প্রকল্প কন্যাশ্রী থেকে সমব্যাথী, স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্মীর ভান্ডারের মতো জনমুখী প্রকল্পের কথা। একইসঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, সকলের জন্য প্রকল্প আনা হলেও মমতা বন্দ্যোপাধ্যায় মূলত মহিলা আত্মনির্ভর করতে একের পর এক প্রকল্প চালু করেছেন যেখানে কন্যাশ্রী রয়েছে, রূপশ্রী, স্বাস্থ্যসাথী প্রকল্পে বাড়ির মহিলাদের নামে দেওয়া হয়েছে কার্ড, প্রতিমাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন মায়েরা। এরপরই মঞ্চ থেকে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে কুণাল প্রশ্ন করেন কারা কারা এখানে লক্ষ্মীর ভাণ্ডার পান? হাত তুলুন। দেখা যায় দর্শকআসনে থাকা সকল মহিলা একত্রে হাত তুলেছেন। যা দেখে খুশি হন কুণাল সেই ছবি তোলার জন্য আর একবার সকলকে হাত তুলতে বলেন।

পাশাপাশি কুণাল বলেন, লকডাউনের সময় গোটা দেশে যখন মানুষের ভয়াবহ অবস্থা সেই সময়ে দেখা গিয়েছে বাংলার মানুষের মাথাপিছু আয় বেড়েছে। এর কারণ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসিকে বিনামূল্যে খাদ্য, বিনামূল্যে স্বাস্থ্য, বিনামূল্যে শিক্ষা দিয়ে মানুষের দৈনন্দিন খরচ কিছুটা কমিয়ে দিচ্ছেন অন্যদিকে মহিলাদের হাতে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পে সরাসরি অর্থ দিয়ে অর্থনৈতিকভাবে মানুষকে স্বচ্ছ্বল করছেন। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...

পুজোর অনুদানে স্থগিতাদেশ নয়, হিসেব নিয়ে হলফনামা তলব আদালতের: রাম-বামের দ্বিচারিতাকে নিশানা তৃণমূলের

রাজ্যে দুর্গাপুজোর (Durga Pujo) অনুদানের উপর কোনও স্থগিতাদেশ দিল না হাই কোর্ট। এই বিষয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে...

ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই, স্পনসর নিয়ে সাবধানী নীতি

এশিয়া কাপের আগেই স্পনসরহীন ভারতীয় দল(Indian cricket team)। ড্রিম ১১,(dream 11) সহ ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...
Exit mobile version