Thursday, August 21, 2025

পরীক্ষায় নকল’ করার ’অপবাদ’! অপমানে চরম সিদ্ধান্ত অষ্টম শ্রেণির ছাত্রীর

Date:

Share post:

পরীক্ষায় নকল’ করার ’অপবাদ’ দেওয়া হয়েছিল তাকে। আর তার জেরেই নাকি অপমানে আত্ম*হত্যা করেছে জলপাইগুড়ি (Jalpaiguri) কোতোয়ালির দেবনগর এলাকার বাসিন্দা শ্রেয়া ঘোষ (Shreya Ghosh)। সুনীতিবালা সদর বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল সে।

অভিযোগ, পরীক্ষায় নকল করার অভিযোগ তুলে শ্রেয়ার বাবা-মাকে বিদ্যালয়ে ডেকে কথা বলে স্কুল (School) কর্তৃপক্ষ। সেই ’অপমান’ সহ্য করতে না পেরেই আত্ম*হত্যা করে অষ্টম শ্রেণির ওই ছাত্রী। ঘটনার জেরে স্কুলের প্রধান শিক্ষিকা-সহ আরও দুই শিক্ষিকার নামে কোতোয়ালি থানার অভিযোগ করেছে মৃত ছাত্রীর পরিবার।

৭ তারিখ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির সংস্কৃত বিষয়ের পরীক্ষা ছিল। সংস্কৃত পরীক্ষা চলাকালীন ক্লাসের এক সহপাঠী শিক্ষিকাকে অভিযোগ করে জানায় যে শ্রেয়া নকল করেছে। সহপাঠীর কথা শুনে শ্রেয়াকে তল্লাশি করেন ওই শিক্ষিকা। তল্লাশি করে শ্রেয়ার কাছ থেকে নকল করার কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে অভিযোগ। তারপরেও তার পরীক্ষা বাতিল করে অভিভাবককে ৮ ডিসেম্বর বিদ্যালয়ে ডেকে ছাত্রীর সামনেই ’অপমান’ করে স্কুল কর্তৃপক্ষ।

৯ ডিসেম্বর গলার ফাঁস দিয়ে শ্রেয়া আত্মহত্যা করে বলে অভিযোগ। সুইসাইড নোটও লিখে যায় সে। সেখানে শ্রেয়া জানানয়, কেউ তাকে বিশ্বাস না করাতেই এই সেই সিদ্ধান্ত নিয়েছে। সেই সুইসাইড নোট হাতে পেয়ে প্রধান শিক্ষিকা-সহ আরও দুই শিক্ষিকার বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন পরিবার।

এদিকে বিদ্যালয়ের প্রধানশিক্ষিকা সুতপা দাস বলেন, “নকল করেছিল ওই ছাত্রী। বিদ্যালয়ের শিক্ষিকা জানান। তারপরই তার পরীক্ষা বাতিল করা হয়েছে। ঘটনাটি অভিভাবকদের ডেকে জানানো হয়েছে। কিন্তু কোনো অপমান করা হয়নি। শুধু সর্তক করা হয়েছে বলে প্রধান শিক্ষিকার দাবি।

 

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...