Thursday, July 3, 2025

রাত ১১ টার পর রাস্তায়, বেঙ্গালুরু পুলিশকে ১ হাজার টাকা জরিমানা দিলেন দম্পতি !!

Date:

Share post:

জন্মদিনের পার্টি থেকে সবেমাত্র বেরিয়েছেন এক দম্পতি।দিব্যি রাস্তা দিয়ে হেঁটে আসছিলেন।আর সেই অপরাধেই তাঁদের এক হাজার টাকা জরিমানা করল বেঙ্গালুরু পুলিশ। কারণ কী ? ঘড়ির কাঁটা তখন রাত এগারোটা বেজে গিয়েছে। তারপরে রাস্তায় হাঁটার অনুমতি নেই।অবাক করা এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় সমস্ত বিষয়টি তুলে ধরেন বেঙ্গালুরুর ওই দম্পতি।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই আইন কোথায় লেখা আছে? তবে গোটা বিষয়টি জেনে বেঙ্গালুরুর পুলিশ জানিয়েছে, ব্যবস্থা নেওয়া হবে। ঠিক কী ঘটেছিল? কার্তিক পাত্রী নামে এক যুবক টুইটারে লিখেছেন, স্ত্রীর সঙ্গে একটি জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন তিনি। হেঁটেই সেখান থেকে ফিরছিলেন ওই দম্পতি। রাত সাড়ে বারোটা নাগাদ বাড়ির কাছে পৌঁছতেই পুলিশের একটি টহলদারি ভ্যান তাঁদের আটক করে। তাঁদের পরিচয়পত্র দেখতে চান দু’জন ট্রাফিক পুলিশ। আধার কার্ড দেখাতেই সেই নম্বর নোট করে তিন হাজার টাকার চালান বানিয়ে দেওয়া হয় ওই দম্পতির নামে। তাঁদের ফোনও কেড়ে নেওয়া হয়।
হতবাক দম্পতি চালানের বিষয়ে জিজ্ঞাসা করতেই এক পুলিশকর্মী বলেন, রাত এগারোটা বাজার পরে এইভাবে রাস্তায় ঘোরা যায় না। এটা নিয়মবিরুদ্ধ। কিন্তু বারবার ক্ষমা চাওয়া সত্বেও ছেড়ে দেওয়া তো দূর, উলটে তাঁদের গ্রেপ্তার করার হুমকি দেয় দুই পুলিশকর্মী। টাকা দিতেই হবে, এই দাবিতে অনড় থাকে তারা। শেষ পর্যন্ত এক হাজার টাকা জরিমানা দিতে বাধ্য হন কার্তিকরা। পুলিশের দাবি মেনে অনলাইনে সেই টাকা মেটাতে হয়। টাকা পেয়ে এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে যায় পুলিশ, এমনটাই জানিয়েছেন কার্তিক। গোটা ঘটনা টুইট করার পরেই নড়েচড়ে বসে প্রশাসন।

spot_img

Related articles

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...

আন্তর্জাতিক স্বীকৃতির লক্ষ্যে ব্ল্যাক বেঙ্গল গোট! পুরুলিয়ায় রাজ্যের বিশেষ প্রকল্প

আন্তর্জাতিক বাজারে ব্ল্যাক বেঙ্গল গোট (Black Bengal Goat)-এর স্বাদ ও গুণমানের স্বীকৃতি আদায়ের লক্ষ্যে এবার বড় পদক্ষেপ নিল...