Monday, December 1, 2025

টেট পরীক্ষার চাপ সামলে ফুল মার্কস পেল পরিবহণ ব্যবস্থা

Date:

Share post:

টেট পরীক্ষা নিয়ে উৎসাহ ছিল পাহাড় প্রমাণ। সেই চাপ সামলে ফুল মার্কস পেল পরিবহণ ব্যবস্থা। বিশেষ করে রাজ্যের তিন পরিবহণ নিগম যেভাবে পরিষেবা দিয়েছে তাতে রীতিমতো খুশি পরীক্ষার্থীরা। বিশেষ করে জেলার দিকে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার পরিষেবায় খুশি পরীক্ষার্থী থেকে অভিভাবক সকলেই৷ রেল পরিষেবাও মিলেছে যথাযথ। সমস্যা হয়নি মেট্রো পরিষেবাতেও। রবিবার সকাল থেকেই পূর্বরেল অতিরিক্ত ট্রেন চালিয়েছে।
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ ডিভিশনে অতিরিক্ত ১৬ জোড়া ট্রেন চলেছে।এর মধ্যে ৫ জোড়া ট্রেন চলেছে শিয়ালদহ ও ব্যারাকপুরের মধ্যে। একজোড়া ট্রেন চলেছে শিয়ালদহ ও নৈহাটির মধ্যে। একজোড়া ট্রেন চলেছে শিয়ালদহ ও বজবজের মধ্যে। এছাড়াও একজোড়া শিয়ালদহ-ডানকুনি, একজোড়া শিয়ালদহ-মধ্যমগ্রাম, একজোড়া শিয়ালদহ-বারাসাত ও একজোড়া শিয়ালদহ-দত্তপুকুরের মধ্যে চলাচল করেছে। মালদহ ও আসানসোল ডিভিশনেও রোজকার মতো ট্রেন চলেছে। অন্যদিকে মেট্রোরেলও অতিরিক্ত ৮টি ট্রেন চালিয়েছে।রবিবার ছুটির দিন হলেও ট্রেন চলেছে ১০ মিনিট অন্তর। শহরতলির বিভিন্ন স্টেশনে আলাদাভাবে নজরদারির ব্যবস্থা করা হয়েছিল। আরপিএফ ও জিআরপি মোতায়েন ছিল প্রত্যেকটি স্টেশনে।
জানা গিয়েছে, রাজ্যের সবকটি পরিবহণ সংস্থা মিলিয়ে রাস্তায় ছিল প্রায় ১৮০০ বাস। এর পাশাপাশি প্রায় ৩৬ হাজার বেসরকারি বাস আজ রাস্তায় ছিল।টেটের কথা মাথায় রেখে পরিবহণ দফতরের সব কর্মীর ছুটি এদিন বাতিল করা হয়েছিল। সব পরীক্ষার্থী ও তাঁদের সঙ্গে থাকা লোকজনের জন্য পরিবহণ ব্যবস্থা সচল করে রাখাই ছিল বড় চ্যালেঞ্জ।

রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, সকাল থেকেই কন্ট্রোল রুম মারফত নজরদারি চালানো হয়েছে। পর্যাপ্ত সংখ্যক বাস, ট্যাক্সি ও ফেরি প্রস্তুত ছিল। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, হাওড়া ডিভিশনে রোজকার মতোই ট্রেন চলছে। অন্যদিকে, শিয়ালদহ ডিভিশনে চলেছে অতিরিক্ত ১৬ জোড়া ট্রেন। মেট্রো পরিষেবাও ছিল যথাযথ।

spot_img

Related articles

শক্তি খুইয়ে দিতওয়াহ এবার গভীর নিম্নচাপ: বঙ্গে তাপমাত্রায় প্রভাব

শ্রীলঙ্কাকে ডুবিয়ে ভারতকে কার্যত ওয়াকওভার দিল দিতওয়াহ। ঘূর্ণিঝড় এখন শুধুই গভীর নিম্নচাপ। বৃষ্টির পূর্বাভাস (rain forecast) থাকলেও তার...

বিশ্ব এইডস্ দিবসে সচেতনতার বার্তা দিতে বিবেকের পক্ষ থেকে আলোচনা সভা

বিশ্ব এইডস্ (AIDS) দিবস উপলক্ষে বিবেকের পক্ষ থেকে জয়হিন্দ ভবনে আলোচনা সভার আয়োজন। মানুষের স্বার্থে দীর্ঘ ২৭ বছর...

বকেয়ার দাবি জানাতেই ‘জমিদার’ বিজেপি! সাত বছরের হিসাব তুলে প্রশ্ন অভিষেকের

বাংলার মানুষের দাবি আদায়ে সংসদে সরব হবেন তৃণমূল সাংসদরা। শীতকালীন অধিবেশনের আগে তৃণমূলের সেই হুঁশিয়ারিতে কী পায়ের তলার...

২০২৭ বিশ্বকাপে খেলবেন ‘রো-কো’ জুটি? শর্ত-সমর্থনে লুকিয়ে আছে উত্তর

টি২০, টেস্ট থেকে অবসর নিয়েছেন। বর্তমানে বিরাট কোহলির(Virat Kohli) আন্তর্জাতিক কেরিয়ার শুধুমাত্র ওডিআই ক্রিকেটেই সীমাবদ্ধ। কিন্তু  ২০২৭ সালের...