ফের পিছিয়ে গেল অনুব্রতর মামলা, দিল্লি নিয়ে যেতে ব্যর্থ ইডি

গরুপাচার কাণ্ডে সিবিআই তদন্ত শুরু হওয়া ইস্তক একের পর এক সম্পত্তির তথ্য সামনে এসেছে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের।

ফের পিছিয়ে গেল অনুব্রত মন্ডলের মামলা! সোমবার, ১২ ডিসেম্বরও অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ ইডি আধিকারিকরা। কারণ, গরুপাচার মামলায় অনুব্রতকে আরও জেরা করতে চায় ইডি। সেই মতো দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে ইডি আবেদন জানায়। এদিকে, দিল্লি হাইকোর্টে পালটা মামলা করে অনুব্রত মণ্ডল। এবার অনুব্রতর মামলার শুনানি পিছোল দিল্লি হাইকোর্টে। অনুব্রত মণ্ডলের মামলার পরবর্তী শুনানি হবে ১৫ ডিসেম্বর। গরুপাচার কাণ্ডে সিবিআই তদন্ত শুরু হওয়া ইস্তক একের পর এক সম্পত্তির তথ্য সামনে এসেছে  অনুব্রত মণ্ডলের।
শুধু কেষ্টরই নয়, বিপুল সম্পত্তির হদিশ মিলেছে তাঁর মেয়ে সুকন্যা এবং প্রয়াত স্ত্রীয়ের নামেও। ইডি-র তদন্তে উঠে এসেছে, কেষ্টর লগ্নি ছাপিয়ে গিয়েছে রাজ্যের সীমানাও। শুক্রবার, ৯ ডিসেম্বর ফের জেল হেফাজত হয়েছে বীরভূমের এই দাপুটে নেতার। অবশ্য সোমবার আসানসোল আদালতে কেষ্টর হয়ে জামিনের আর্জি জানাননি কেষ্টর আইনজীবী। আগামী ২২ ডিসেম্বর তাঁকে ফের আদালতে হাজির করানো হবে।

Previous articleকাবুলে চিনা গেস্টহাউসের কাছে তীব্র বিস্ফো*রণ, চলল গু*লি
Next articleবিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে হতাশ সেলেকাওরা, সতীর্থদের কথাবার্তা প্রকাশ‍্যে আনলেন নেইমার