Sunday, May 4, 2025

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ আর্জেন্তিনার মুখোমুখি ক্রোয়েশিয়া। রাশিয়া বিশ্বকাপের ফাইনালে উঠেও রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। চার বছর পর কাতারে আরও এক বিশ্বকাপ ফাইনাল খেলার হাতছানি ক্রোটদের সামনে। তার আগে অবশ্য তাদের টপকাতে হবে লিওনেল মেসি নামের পাহাড়কে!

মাঠে বল গড়ানোর আগেই মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করে দিয়েছে ক্রোয়েশিয়া শিবির। ক্রোট স্ট্রাইকার ব্রুনো পেতকোভিচ যেমন সাফ জানাচ্ছেন, একা মেসি নন, পুরো আর্জেন্তিনা দলটাকেই তাঁরা সমীহ করছেন। পেতকোভিচের বক্তব্য, ‘‘আলাদা করে মেসিকে  নিয়ে কোনও পরিকল্পনা নেই। সাধারণত আমরা ম্যান মার্কিং করে খেলি না। বরং গোটা দলকে নিয়ে ভাবি।’’ তিনি আরও বলছেন, ‘‘মেসি ছাড়াও আর্জেন্তিনা দলে আরও কয়েকজন ভাল ফুটবলার আছে। তাই ওদের গোটা দলকে আটকাতে হবে। আর সতীর্থরা আটকে গেলে একা মেসি কিছু করতে পারবে না। কিন্তু শুধু মেসির দিকে নজর দিলে হিতে বিপরীত হতে পারে।’’

একই সঙ্গে নিজেদের মাঝমাঠ নিয়ে রীতিমতো আত্মবিশ্বাসী পেতকোভিচ। তাঁর বক্তব্য, ‘‘লুকা মদ্রিচ, মাতেও কোভাসিচ ও মার্সেলো ব্রজোভিচ ক্রোয়েশিয়া ফুটবল ইতিহাসের সেরা তিন মিডফিল্ডার। ওদেরকে পাস দিলে বল ব্যাঙ্কে টাকার রাখার মতোই সুরক্ষিত থাকে। লুকা তো আমাদের দলের হৃৎপিণ্ড। ব্রাজিল ম্যাচে ওরা কী ফুটবল খেলেছে, সবাই দেখেছেন।সেমিফাইনালেও লুকা সেরা ফর্মে থাকবে।’’

তবে পেতকোভিচ যাই বলুন, কোচ জলাটকো দালিচ কিন্তু অন্য কথা বলছেন। চার বছর আগে রাশিয়ায় আর্জেন্তিনাকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছিল ক্রোয়েশিয়া। দালিচ মনে করছেন, সেই হারের বদলা নিতে উদ্দীপ্ত হয়ে মাঠে নামবেন মেসিরা। ক্রোয়েশিয়া কোচের বক্তব্য, ‘‘হলফ করে বলতে পারি, ওই ম্যাচটার স্মৃতি আর্জেন্তাইন ফুটবলাররা ভুলে যায়নি। তাই মাঠে নেমে আমাদের বিরুদ্ধে বদলা নিতে ঝাঁপাবে।’’ মেসিকে নিয়ে দালিচের মন্তব্য, ‘‘সম্ভবত এটাই ওর শেষ বিশ্বকাপ। ওকে থামানোর জন্য আমাদের মাঝমাঠ ও রক্ষণকে শৃঙ্খলাবদ্ধ ফুটবল খেলতে হবে।’’ গোলপোস্টের নিচে লিভাকোভিচের উপস্থিতি বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে ক্রোটদের। বিশ্বকাপের দু’টি ম্যাচে টাইব্রেকারে ক্রোয়েশিয়াকে জিতিয়েছেন তিনি।

আরও পড়ুন:আজ সেমিফাইনালে আর্জেন্তিনার মুখোমুখি ক্রোয়েশিয়া, জিততে মরিয়া নীল-সাদার দল

 

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version