Monday, August 25, 2025

OIC পাক মুখপাত্রের মতো আচরণ করছে, POK ইস্যুতে তীব্র প্রতিক্রিয়া ভারতের

Date:

অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের (OIC) মহাসচিব হিসেন ব্রাহিম ত্বহা’র পাকিস্তান অধিকৃত কাশ্মীর(POK) সফর ও তাঁর মন্তব্যের তীব্র নিন্দা করল ভারত(India)। মঙ্গলবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী(Arindam Bagchi) বলেন, যে কাশ্মীর(Kashmir) সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার এই গোষ্ঠীর নেই। তিনি বলেন, পাকিস্তান(Pakistan) মুখপাত্রের মতো আচরণ করছে ওআইসি। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে তাদের হস্তক্ষেপ একেবারেই অগ্রহণযোগ্য।

পাকিস্তান সফরে পাক অধিকৃত কাশ্মীরে (PoK) গিয়েছিলেন সেক্রেটারি জেনারেল হিসেইন ব্রাহিম তাহা। সেখানে তিনি বলেন, এই এলাকার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে অরিন্দম বাগচী বলেন, “ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও হস্তক্ষেপ করার ওআইসি এবং এর মহাসচিবের যে কোনও প্রচেষ্টা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।” তিনি বলেন, ওআইসি এরই মধ্যে বিভিন্ন ইস্যুতে স্পষ্টভাবে সাম্প্রদায়িক, পক্ষপাতদুষ্ট এবং বাস্তবিকভাবে ভুল পদ্ধতির জন্য তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।

উল্লেখ্য, ত্বহা ১০ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন দিনের পাকিস্তান সফরে ছিলেন। এই সময় তিনি পাক অধিকৃত কাশ্মীরেও গিয়েছিলেন এবং কাশ্মীর নিয়ে মন্তব্য করেন। এরপরই বাগচী বলেন, “আমরা আশা করি ওআইসি ভারতে বিশেষ করে জম্মু ও কাশ্মীরে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের প্রচারের পাকিস্তানের ঘৃণ্য এজেন্ডা পূরণে অংশীদার হওয়া থেকে বিরত থাকবে।” এর আগে, ওআইসি মহাসচিব বলেছিলেন সংস্থাটি পাকিস্তান ও ভারতের মধ্যে কাশ্মীর ইস্যুতে আলোচনার উপায় খুঁজে বের করার পরিকল্পনা নিয়ে কাজ করছে। ত্বহা ১১ ডিসেম্বর মিডিয়াকে বলেন, “আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনার পথ খুঁজে বের করা এবং আমরা পাকিস্তান সরকারের সহযোগিতায় এই বিষয়ে একটি কর্ম পরিকল্পনা নিয়ে কাজ করছি এবং অন্যান্য সদস্য দেশগুলিও কাজ করছে।” ত্বহার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল চকোঠি সেক্টরে গিয়েছিল পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির আমন্ত্রণে।

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version