Tuesday, November 4, 2025

সিবিআই হেফাজতে লালনের মৃ*ত্যু নিয়ে নিন্দায় সরব মমতা

Date:

Share post:

মণীশ কীর্তনিয়া, মেঘালয়

বগটুই (Bogtui)কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের (Lalan Seikh) মৃ*ত্যু ঘিরে ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি। সিবিআইয়ের (CBI) ক্যাম্পে থাকাকালীন কীভাবে মৃ*ত্যু হল লালন শেখের (Lalan Seikh) ? ঠিক এই প্রশ্ন তুলে উত্তপ্ত গোটা রামপুরহাট (Rampurhat)। ইতিমধ্যেই সিবিআইকে (CBI)কাঠগড়ায় তুলে এফআইআর (FIR)লালনের স্ত্রীয়ের। ঘটনার তীব্র নিন্দা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

তিনদিনের সফরে মেঘালয়ে গেছেন মমতা – অভিষেক (Mamata Banerjee- Abhishek Banerjee)। মঙ্গলবার কর্মিসভায় বক্তব্য রাখার পর সাংবাদিক সম্মেলনে লালন প্রসঙ্গ উঠতেই এই ঘটনায় সিবিআই- এর ভুমিকার তীব্র নিন্দা করেন মমতা। তিনি বলেন লালন শেখের স্ত্রী FIR এর সিদ্ধান্ত নিয়েছে এবং এই গোটা বিষয়টিও নিয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হবে। মমতা এদিন জানান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এই ঘটনার জন্য জবাবদিহি করতে হবে। যখন হেফাজতে থাকাকালীন এই ঘটনা ঘটেছে তখন এর দায় CBI-কেই নিতে হবে। বাংলার মুখ্যমন্ত্রী এ দিন মেঘালয়ের সভা মঞ্চ থেকে বলেন, “সে সিবিআই কাস্টডিতে কী করে মারা গেল? আমরা ইস্যুটা তুলছি ৷ এফআইআর হয়েছে ইতিমধ্যেই। আমরা ঘটনার নিন্দা করছি৷” তৃণমূল সুপ্রিমোর বক্তব্য যে যথেষ্ট তাৎপর্য বহন করছে তা বলাই বাহুল্য কারণ এই নিয়ে প্রথমবারের জন্য প্রতিক্রিয়া দিলেন তিনি ৷

সোমবার তদন্তের স্বার্থে বগটুই গ্রামে নিয়ে যাওয়া হয়েছিল লালন শেখকে। আজ লালন-সহ আরও একজনকে আদালতে তোলার কথা ছিল। তার আগে, গতকাল বিকেলেই সিবিআই ক্যাম্পে উদ্ধার হয় লালনের ঝুলন্ত দেহ। সিবিআইয়ের দাবি আত্মঘাতী হয়েছেন লালন শেখ। তবে লালনের পরিবারের তরফে খুনের অভিযোগ আনা হয়েছে। সিবিআয়ের বিরুদ্ধে খুনের মামলাও রুজু করেছেন তাঁরা। এদিন সিবিআইয়ের ক্যাম্প অফিস কার্যত ঘেরাও করে ফেলেন বিক্ষুব্ধ গ্রামবাসী। এখানেই শেষ নয়, জাতীয় সড়কের উপরে টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। গ্রামবাসীদের বিক্ষোভের জেরে কার্যত ক্যাম্পবন্দি হয়ে পড়েন সিবিআই – এর আধিকারিকেরা। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)তোলেন শুভেন্দুর ডিসেম্বর মন্তব্যের প্রসঙ্গ ৷ ১২ ডিসেম্বরেই এই ঘটনা ঘটায় কুণাল সন্দেহ প্রকাশ করে বলেন, তা হলে কী এই ঘটনার কথাই বলতে চাইছিলেন শুভেন্দু ?

 

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...